নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ কৈলাসহর ফুলবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে অগ্ণিদগ্দ হয়েছে এক দম্পতি৷ তারা বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
কৈলাসহরের ফুলবাড়ি এলাকায় অগ্ণিদগ্দ হয়েছে দম্পতি৷ বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়৷ তাতে জেহাদের বশে স্ত্রী জেলি সিনহা গায়ে কেরোসি ঢেলে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ স্বামী চন্দ্রকান্ত সিং স্ত্রী বাঁচানোর চেষ্টা করে নিজেও অগ্ণিদগ্দ হন৷ তাদের দু’জনকেই প্রথমে সিঙ্গিরবিল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ মাত্র ছয় মাস আগে সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়েছিল৷ বিয়ের পর থেকেই চন্দ্রকান্ত সিং ও জেলি সিনহার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
2016-06-05

