সাতদিন পর বিশালগড়ে নিখোঁজ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার গভীর জঙ্গলে

muder photoনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ জুন৷৷ গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয়ে যায় আড়ালিয়া খামারবাড়ি এলাকার সরকার পরিবারের গৃহবধূ জ্যোতি সরকরের মৃতদেহ মিলল গভীর জঙ্গলে৷ প্রায় সাতদিন ধরে খঁুজেও জ্যোতিকে পাওয়া যায়নি৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে জ্যোতি সরকারের নিখোঁজ হওয়ার খবর ছাপা হয়েছিল৷ পুলিশ প্রশাসন পর্যন্ত অনেক খোঁজাখঁুজি করে ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত  নারী সমিতির নেত্রীরা বুধবার বেলা বারটায় বিশালগড় মহিলা থানায় ডেপুটেশান প্রদান করে জ্যোতি সরকারের তল্লাশির জন্য৷ বুধবার সন্ধ্যা ছয়টায় সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়৷ বুধবার এলাকার কয়েকজন বন থেকে গরু আনতে গিয়ে জ্যোতি সরকারের দেহ বনের মধ্যে দেখতে পায়৷ জ্যোতি সরকারের  বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে জ্যোতির নিথর দেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়৷ যে জায়গায় জ্যোতির দেহ পড়ে রয়েছে সে জায়গায় দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়৷ এলাকাবাসীর বক্তব্য হল এই জায়গাতে এই গৃহবধূ কোনভাবেই যাওয়ার কথা নয়৷ সন্দেহের তীর স্বামীর দিকে৷ এলাকার বক্তব্য  হল জ্যোতি সরকার এলাকায় খুব শান্ত স্বভাবের ছিল৷ উনার দুটি ছেলে রয়েছে৷ এ দুটি সন্তান অঝোরে কান্নাকাটি করছে৷ খবর পেয়ে বিশালগড় থানার ওসি কান্তিলাল বৈদ্য এবং শিপ্রা পাল ঘটনাস্থলে হাজির হন৷ জঙ্গলের ভিতর দিয়ে থানা প্রশাসনকে ঐ জায়গায় যেতে প্রচন্ড বেগ পোহাতে হয়৷ রাস্তা থেকে জঙ্গলের লত সরিয়ে সরিয়ে ঐ জায়গাতে যেতে হয়েছে৷ এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন সিপাহিজলার জেলার এডিশনাল এসপি অমরজিৎ দেববর্মা৷ উনিও পায়ে হেঁটে ঘটনাস্থলে গিয়েছেন৷ পুলিশ ঐ জঙ্গল থেকে দেহ উদ্ধার করেছে৷ এলাকাবাসীর অভিযোগ হল সামান্য কথা কাটাকাটি নিয়ে এভাবে জ্যোতির নিখোঁজ হওয়াটা সন্দেহের উর্দ্ধে নয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ সংবাদ লেখা পর্যন্ত স্বামীর খোঁজ মেলেনি৷  জ্যোতি সরকারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে আড়ালিয়া খামারবাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান৷