ব্রহ্মাবাড়িতে পথচারীকে পিষে মারল দ্রুতগামী গাড়ি, জখম এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ উদয়পুরের ব্রহ্মাবাড়িতে একটি দ্রুতগামী মাছ বোঝাই গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ প্রাতঃভ্রমণকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতরভাবে আহত হয়েছেন৷
ACCIDENTউদয়পুরের ব্রহ্মাবাড়িতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক প্রাতঃভ্রমণকারীর৷ তার নাম অজিত মজুমদার৷ আহত হয়েছেন আরো একজন৷ আহতের নাম রতন চন্দ৷ তিনি পেশায় শিক্ষক৷ তাদের বাড়ি উদয়পুরের ডাক বাংলা রোডে৷ অন্যান্যদিনের মতো তারা দুজনই প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন৷ মাতাবাড়ি ঘুরে উদয়পুরের ব্রহ্মাবাড়িতে পৌঁছলে একটি দ্রুতগামী মাছ পরিবাহী গাড়ি ভ্রমণকারীদের ধাক্কা দেয়৷ তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অজিত মজুমদারের৷ আহত শিক্ষক রতন চন্দকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে গোমতী জেলার পুলিশ সুপার সরস্বতী আর অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, এসডিপিও রতন কুমার দাস ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়িটির নম্বর জানা যায়নি৷ পুলিশ গাড়িটির সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে৷