নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে হানা দিয়ে কমলপুর থানার পুলিশ গতকাল রাত আটটা নাগাদ কমলপুর শহরের প্রাণকেন্দ্র তথা শাসক দলের এলাকার ক্যাডার নেতা বালিগাঁও রোড সংলগ্ণ মধুসূদন ধরের বাড়ি থেকে বিশাল পরিমাণ দেশী ও বিলেতি মদ উদ্ধার করে কমলপুর থানার পুলিশ৷ যার বাজার মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা৷ আজ দীর্ঘদিন যাবৎ ধরে এই ক্যাডার নেতার বাড়িতে বেআইনীভাবে মদের ভাটি খানার রমরমা ব্যবসা চলছিল৷ বহুবার এলাকাবাসীদের পক্ষ থেকে কমলপুর থানা সহ নগর পঞ্চায়েতে অভিযোগ করা হয় এই মদের ভাটি খানা বন্ধ করার জন্য৷ কিন্তু লাল বাড়ির লোক হওয়ার সুবাদে কেউই ভয়ে মুখ খুলেনি৷ কারম ক্যাডার নেতা বলে কথা যে কোন সময়ে যে কোনো কিছু ঘটে যেতে পারে তাই এই নেতার হাজার অন্যায় অত্যাচাররকে নীরবে সহ্য করে যাচ্ছে এলাকাবাসীরা৷ শুধু তাই নয় এই নেতার বাড়ি বিষাক্ত লাল জল খেয়ে বহু মানুষ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে অভিযোগ উঠেছে৷ বহু মানুষ ঘরের জিনিসপত্র বিক্রয় করে এই বিষাক্ত মদ সেবন করছেন৷ তাতে করে দেখা যায় বাড়ি ঘরে অশান্তি তৈরি হচ্ছে৷ শেষমেশ বাধ্য হয়ে গতকাল পুলিশ হানা দেয় ক্যাডার নেতা মধুসূদন ধরের বাড়িতে৷ এবং বিশাল পরিমাণ বিষাক্ত মদ উদ্ধার করে৷ কিন্তু পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মধুবাবু৷
শুধু তাই নয়, গতকাল কমলপুর শহরের বেশ কিছু জায়গা মদ বিরোধী অভিযান চালায় পুলিশ৷ অভিযান চালিয়ে মানিক ভান্ডার, ধলাই ব্রিজ ও বালিগাঁও থেকে বিশাল পরিমাণ দেশী ও বিদেশি মদ উদ্ধার করে পুলিশ৷ পাশাপাশি বালিগাঁও বরপাড়া থেকে একজন নেশাকারবারীকে মদ সহ গ্রেপ্তার করে বলে জানায় পুলিশ৷
এই বিষয়ে কমলপুর থানার এসআই উত্তম দেববর্মা জানায় কমলপুর শহরে বিভিন্ন জায়গায় মদের রমরমা চলছিল বলে খবর ছিল৷ শেষমেশ গতকাল সারাদিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন জায়গাতে হানা দিয়ে বিশাল পরিমাণ দেশী ও বিলেতি মদ উদ্ধার করে৷ তবে পুলিশি মদ বিরোধী অভিযান প্রতিদিন জারি থাকবেন বলে জানায় উত্তমবাবু৷
2016-05-28

