ছয় জঙ্গীর আত্মসমর্পণ

terroristtriনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটির ছয় সদস্য আত্মসমর্পণ করেছে৷ তারা আগরতলায় স্পেশাল ব্রাঞ্চের আধিকারীকের কাছে আত্মসমর্পণ করেছে৷ আত্মসমর্পণ কালে তারা জমা দিয়েছে দুটি ওয়ারলেস সেট৷ আত্মসমর্পণকারীরা হল স্বঘোষিত ল্যাফটেনেন্ট গন্ত চরণ রুপিণী, স্বঘোষিত ওয়ারেন্ট অফিসার সতি রঞ্জন দেববর্মা, স্বঘোষিত কর্পোরাল বুধি চরণ দেববর্মা, স্বঘোষিত লেন্স কর্পোরাল শুভলাল ত্রিপুরা এবং সুনিল কান্তি ত্রিপুরা৷ তারা আত্মসমর্পণের পর পুলিশের কাছে জানিয়েছে বাংলাদেশের ঘাঁটি থেকে পালিয়ে এসেছে৷ ওপারে জঙ্গী ঘাঁটিতে আরও কিছু জঙ্গী রয়েছে যারা আত্মসমর্পণের সুযোগের অপেক্ষা করছে৷ সম্প্রতি ১৩ জন জঙ্গী পরিবারের সদস্যদের নিয়ে আত্মসমর্পণ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *