নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আগরতলা শহরের ধলেশ্বরের জেইল রোড এলাকায় বুধবার বেলা এগারটা নাগাদ বাইক ও সুকটির সংঘর্ষে সুকটির চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত সুকটি চালকের নাম বাবুল মজুমদার৷ জানা যায়, তিনি সুকটি নিয়ে চন্দ্রপুর যাচ্ছিলেন৷ বিপরীত দিক থেকে আসা একটি বাইক সুকটিকে ধাক্কা দেয়৷ তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে চালক বাবুল মজুমদার গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা তাকে উদ্ধারকরে জিবি হাসপাতালে নিয়ে যান৷ পূর্ব থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ সুকটির নম্বর টিআর০১-এক্স-৮১২২৷ বাইকটির নম্বর টিআর০১-ডব্লিউ-৪৮০৭৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুতগামীতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷
2016-05-12

