নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৫ মে৷৷ উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রক কর্তৃক ২৪০০ কোটি টাকা সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৫৬টি কেন্দ্রীয় মন্ত্রক/দপ্তর ৩৩০৯৭০২ কোটি টাকা বরাদ্দ করেছে৷ ডোনার মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দের মধ্যে তামাদি -আযোগ্য কেন্দ্রীয় খাতের তহবিল (এন এল সি পি আর) প্রকল্প এবং উত্তর-পূর্বাঞ্চল পরিষদ (এম ই সি) প্রকল্পের তহবিল রয়েছে৷ এগুলির অতিরিক্তভাবে সংবিধানের ষষ্ঠ তপশিলের আওতাধীন এলাকা সমূহের স্বশাসিত পরিষদগুলিকে অনুদান দেওয়ার জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এছাড়াও মন্ত্রক বিভিন্ন সময়ে রাজ্য সরকারগুলির কাছ থেকে এন এল সি পি আর প্রকল্প এবং এন ই সি প্রকল্পের আওতায় তাদের অগ্রাধিকারের তালিকার মাধ্যমে সম্ভাব্য তহবিলের জন্য প্রস্তাব পাচ্ছে/পেয়েছে যা মন্ত্রকের বাজেটের আওতাধীন সংস্থানেরর মধ্যে গ্রহণ করা হচ্ছে৷ বৃহস্পতিবার রাজ্যসভায় শ্রী রিপুন বোরার দ্বারা উত্থাপিত এক প্রশ্ণের প্রেক্ষিতে লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) এর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী সংক্রান্ত, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা, জিতেন্দ্র সিং৷
2016-05-06

