দ্বিতীয় প্রচেষ্টাও বিফল, ক্রেতা জুটল না মালিয়ার কিংফিশার ব্রান্ড এবং ট্রেড মার্কের

মুম্বই, ৩০ এপ্রিল (হি.স.): ধাক্কা খেল বিজয় মালিয়ার সম্পত্তি বিক্রি করে আংশিক দেনা মেটানোর দ্বিতীয় প্রচেষ্টাও| কারণ, কিংফিশার ব্রান্ড এবং ট্রেড মার্কের ক্রেতাই জুটল না| নিলামের জন্য প্রায় এক ঘণ্টা ওয়েবসাইট খুলে রেখে তা বন্ধ করে দেওয়া হয়| বেস প্রাইস বেশি থাকার কারণেই ক্রেতা জোটেনি বলে মনে করা হচ্ছে|