রাজ্যে পূর্বোত্তরের আইনসভার সদস্যদের সম্মেলন হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ পূর্বোত্তরের আইনসভার সদস্যদের নিয়ে সম্মেলনে অনুষ্ঠিত হবে রাজ্যে৷ সম্ভবত ৩১ মে আগরতলায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে৷ তাতে, পূর্বোত্তরের আট রাজ্যের আইনসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন এবং রাজ্যসভার অধ্যক্ষ উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি৷ সূত্র অনুসারে জানা গেছে, পূর্বোত্তরের রাজ্যগুলির সকল বিধানসভার সদস্যরা অংশগ্রহন করছেন ঐ সম্মেলনে৷ তবে, আট রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ অংশ নেবেন৷ এর আগে ২০০৫ সালে এধরনের সম্মেলনে রাজ্যে হয়েছিল৷ তদানিন্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন৷