অসুস্থ বিদেশমন্ত্রীকে দেখতে এইমস-এ গেলেন রাহুল

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): অসুস্থ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে দেখতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ গেলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| গত ২৫ এপ্রিল এইমস-এর কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি করা হয় সুষমা স্বরাজকে| হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বিজেপি নেত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে| খুব শিগগিরই তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হবে|
এহেন পরিস্থিতিতে শুক্রবার সুষমা স্বরাজকে দেখতে এইমস-এ যান রাহুল গান্ধী| উল্লেখ্য, ৱুধবার সন্ধেয় বিদেশমন্ত্রীকে দেখতে এইমস-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|