BRAKING NEWS

দেশের বিভিন্ন শীর্ষ পদে থাকা আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,সিবিআইয়ের তদন্তে

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : দেশের বিভিন্ন শীর্ষ পদে থাকা প্রায় ২৪০০-র বেশি আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তে| রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি নিয়ে অনেকেই অনেক কথা বলেন| এবার দেশের বিভিন্ন শীর্ষ পদে থাকা ২৪০০-র বেশি আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে শুরু হচ্ছে তদন্ত| এই বিষয়ে একটি রিপোর্ট সংস্থার প্রধান অনিল শর্মা কেন্দ্রীয় আইনমন্ত্রক ও প্রশাসনিক কর্মীবর্গ মন্ত্রকের সংসদীয় কমিটির কাছে জমা করেছেন বলে সূত্রের খবর|
সূত্রে জানা গিয়েছে, দুর্নীতির সঙ্গে জড়িত আছে এই সন্দেহে ২৪১১ জন আমলাকে শনাক্ত করা হয়েছে| এরমধ্যে ছোটো মামলাগুলির তদন্ত ছমাসের মধ্যেই হয়ে যাবে| তবে কিছু জটিল মামলা আছে, যেগুলির তদন্ত করতে একবছরও লাগতে পারে| এ ছাড়াও দেশে দুর্নীতি সংক্রান্ত ৩১টি মামলা ও বিদেশে ৬২টি মামলার তদন্ত চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *