নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রেল, ওএনজিসি এবং বিএসএনএল’র কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ আগরতলা পর্যন্ত ব্রডগেজে রেল লাইন সম্প্রসারনের কাজ সমাপ্ত হওয়া সত্বেও শুরু হচ্ছে না যাত্রী রেল পরিষেবা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে গ্যাস সরবরাহে ওএনজিসি’র ব্যর্থতা এবং বিএসএনএল’র বেহাল পরিষেবা নিয়ে রীতিমতো সুর চড়ালেন তিনি৷ পাশাপাশি জানিয়েছেন, তাঁদের সাথে কথা বলে সমস্যা গুলি সমাধানের জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে৷
এদিন তিনি মহাকরণে সাংবাদিক সম্মেলনে, রেল, বিএসএনএল, ওএনজিসিকে নিয়ে সম্প্রতি যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সমাধানে সরাসরি হস্তক্ষেপ করেছেন বলে জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পর্যন্ত ব্রডগেজে রেল লাইন সম্প্রসারনের কাজ সমাপ্ত৷ তা সত্বেও রেলওয়ে বোর্ডের গতিবিধি স্পষ্ট নয়৷ বাংলা নববর্ষেই যেখানে রেল চালু হওয়ার কথা ছিল, সেখানে মাস শেষ হতে চলেছে তা সত্বেও আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবা নিয়ে কোন সাড়া পাওয়া যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিবকে বলা হয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে এবং রেলওয়ে বোর্ডের আধিকারীকদের ডেকে পাঠানোর জন্য৷ যাতে তাঁদের কাছ থেকে সুনির্দিষ্টভাবে যাত্রী রেল সূচনা সম্পর্কে জানা যায়৷ রাজ্যে বিএসএনএল’র পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী চরম হতাশা ব্যক্ত করেছেন৷ বিএসএনএল পরিষেবা যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তাতে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিবকে বিএসএনএল আধিকারীকদের ডেকে পাঠানোর জন্য বলা হয়েছে৷ তাঁদের সাথে কথা বলে জানতে হবে, আদৌ তারা এরাজ্যে পরিষেবা দিতে ইচ্ছুক কিনা৷ কারণ, আজ দিনভর বিএসএনএল’র মোবাইল পরিষেবা বিপর্যস্ত ছিল৷ গোটা রাজ্যেই এই সমস্যা দেখা দেয়৷ অবশ্য, গত কয়েকদিন ধরেই চলছে এই সমস্যা৷ ফলে, ভোক্তাদের মোবাইল পরিষেবা নিয়ে নাজেহাল হতে হয়৷ ফলে, রাজ্যের বিএসএনএল’র ভোক্তোদের স্বার্থে সরকারের কঠোর মনোভাব যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে৷
এদিকে, রাজ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সঠিকভাবে গ্যাস সরবরাহে ব্যর্থ ওএনজিসি, এনিয়েও অসন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, গ্যাসকে ভিত্তি করে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, অন্য শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে৷ অথচ দেখা যাচ্ছে, পালাটানা, মনারচক ইত্যাদি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলিত্ ঠিকঠাকভাবে গ্যাস সরবরাহ করতে পারছেন না ওএনজিসি৷ ফলে, মুখ্যসচিবকে বলা হয়েছে, তাঁদের সাথেও আলোচনা করার জন্য৷ মুখ্যমন্ত্রী বলেন, যে কোন মূল্যে ওএনজিসি’কে গ্যাস সরবরাহ সুনিশ্চিত করতে হবে৷ এসমস্ত সমস্যার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে আরো বেশী ভূমিকা নেওয়ার জন্য আবেদন জানান৷
এদিকে, সরকার পরিচালনায় ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ সংবাদ মাধ্যমের কাছে সাদরে অনুরোধ জানিয়েছেন৷ তাঁর দাবি, কোন সরকারই নির্ভুল থাকবে এমনটা মনে করার কোন কারণ নেই৷ সমালোচনা নিশ্চয়ই হউক, তবে তা ইতিবাচক ভঙ্গিতে৷ সরকারের যা কিছু ভুল ত্রুটি রয়েছে, ধরিয়ে দিন৷ নিশ্চই শুধরানোর চেষ্টা করা হবে বলে মুখ্যমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন৷
মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে অনেকটাই সহজ ও সাবলীল দেখিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে৷ সাফল্যের ঢাক পেটালেও, সরকার যে সম্পূর্ণ নির্ভুল নয়, তাও তিনি অকপটে স্বীকার করেছেন৷ তাতে আগামীদিনে ভুল শুধরে স্বচ্ছ সরকার গঠনে যে তিনি অঙ্গীকারবদ্ধ, তা আজ তাঁর বক্তব্যেই ফুটে উঠেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, শুধু নেতিবাচক নয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সরকারের সমস্ত ভুল ত্রুটি তুলে ধরে শুধরানোর সুযোগ করে দিলে নিশ্চই সংশোধন করা হবে৷
2016-04-27

