পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ এনে আন্দোলনের পথে মজদুর সংঘ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যে নিরিহ ও নির্যাতিত অটো শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ৷ রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পন্থা নির্দ্ধারণে মঙ্গলবার নির্যাতিত অটো শ্রমিকদের নিয়ে বৈঠক করে অটো রিক্সা চালকদের এই সংগঠনটি৷
রাজ্যের নিরিহ অটো চালকদের উপর এক শ্রেণীর ট্রাফিক পুলিশ এক প্রকার মাফিয়ার মতো তোল্লা আদায়ে নেমেছ বলে অভিযোগ পাওয়া গেছে৷ ট্রাফিক পুলিশের একাংশের এই তোল্লা আদায় ও অন্যদিকে রাজনৈতিক চাপ এই দ্বিমুখী আক্রমণে জেরবার হচ্ছেন নিরিহ অটো চালকরা৷ এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যের নিরিহ ও নির্যাতিত অটো শ্রমকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ৷ এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পন্থা নির্দ্ধারণে মঙ্গলবার শহরে অটো শ্রমিকদের নিয়ে বৈঠক করে সংগঠনটি৷ এই বৈঠকে স্থীর হয় যে আগামী কিছুদিনের মধ্যেই এই দমবন্ধকর পরিস্থিতি বন্ধ করার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করা হবে৷ এদিন সংঘের পশ্চিম জেলা সম্পাদক জগদীশ দেবনাথ এই সংবাদ জানান৷ শ্রী দেবনাথ জানান, কিছু সংগঠন এবং রাজ্য প্রশাসনের যৌথ আক্রমণে নিরিহ অটো শ্রমিকরা দৈহিক ভাবে যেমন নির্যাতিত তেমনি শ্রমিক হিসেবে প্রাপ্য মৌলিক অধিকার থেকেও বঞ্চিত৷ এই প্রসঙ্গে সোমবার কামান চৌমুহনীতে এক নিরিহ অটো চালক নির্যাতনের বিষয়টি তুলে ধরে বলেন, ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ সব বঞ্চিত অটো শ্রমিকদের পাশে থেকে এই অবস্থার বিরুদ্ধে লড়াই করে যাবে৷
সংঘ আয়োজিত বৈঠকে ৯০ জনের মতো শ্রমিক উপস্থিত ছিলেন৷ জানা গিয়েছে, তারা আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন প্রদান করেবে এই সংগঠন৷