অনৈতিক বদলী প্রতিবাদে সরব রেগা কর্মচারীরা

REGAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ রেগা প্রকল্পে অনৈতিক বদলি নীতির প্রতিবাদে গর্জে উঠল ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি৷ শনিবার গোর্খাবস্তি স্থিত দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ সভায় সামিল হয় রেগা কর্মচারীরা৷ তাদের অভিযোগ ট্যাকনিক্যাল অপারেটরদের যেভাবে বদলি করা হচ্ছে তাতে সুষ্ঠভাবে করা হচ্ছেনা৷ এদিন প্রতিবাদে সরব হয়েছে সুষ্ঠাভাবে নিয়োগ করার দাবি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *