নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ বাংলাদেশ আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ নিতে চাইছে ভারত থেকে৷ সেই মোতাবেক বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মেহমুদ আলি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন৷ সুষমা স্বরাজও তড়িঘড়ি বাংলাদেশকে আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় কি না, সেই বিষয়ে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন৷ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় শক্তি মন্ত্রক রাজ্যকে চিঠি দিয়ে জানতে চেয়েছে বাংলাদেশকে অতিরিক্ত একশ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে কিনা৷ প্রসঙ্গত, মনারচক থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হতে পারে বলে ইতিমধ্যেই আভাস মিলেছে৷ আজ বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, মনারচকে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে, এবং পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বাংলাদেশকে অতিরিক্ত একশ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যেতে পারে৷ গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করে চিঠি পাঠাবে রাজ্য সরকার৷
এদিকে, শনিবার থেকে তিন দিনের জন্য পালাটানার দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে৷ রুটিন সারাইয়ের অঙ্গ হিসেবেই পালাটানায় বিদ্যুৎ উৎপাদন তিন দিনের জন্য বন্ধ থাকবে৷ তাতে, রাজ্যে বিদ্যুতের কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী৷ এদিন তিনি বলেন, রাজ্যের নিজস্ব উৎপাদন প্রায় ৮৬ মেগাওয়াট৷ এছাড়াও বিদ্যুৎ শেয়ার থেকে ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে৷ অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন যায়গা থেকে ক্রয় করবে রাজ্য৷ ফলে, আগামী তিনদিন বিদ্যুৎ নিয়ে সমস্যার কোন কারণ নেই৷ এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে গড়ে বিদ্যুতের চাহিদা প্রতিদিন প্রয় ২৫০-২৬০ মেগাওয়াট৷ পাশাপাশি বাংলাদেশকে প্রতিদিন একশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷
2016-04-23

