BRAKING NEWS

বর্ষার আগেই রাজ্যে পেট্রোলের সংকট

Petrol Crisisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ বর্ষা এখনও রাজ্যে আসেনি৷ তার আগেই পেট্রোলের সংকট দেখা দিয়েছে৷ গত দুইদিন যাবৎ রাজধানী আগরতলা সহ বিভিন্ন স্থানে পেট্রোলের সংকট চলছে৷ অনেক পাম্পে পেট্রোল নেই৷ যে কয়টি পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে সেগুলিতেও যান চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত৷
এদিকে, হঠাৎ কেন পেট্রোলের সংকট দেখা দিয়েছে এই ব্যপারে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এই বিষয়ে পাম্প মালিকদের বক্তব্য হচ্ছে একদিন বন্ধ থাকায় পেট্রোল বোঝাই ট্যাঙ্কার রাজ্যে এসে পৌঁছতে পারেনি৷ বহু ট্যাঙ্কার রাস্তায় আটকে আছে৷ পাম্প মালিকদের এই ধরনের বক্তব্য ঘিরে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ বন্ধ হয়েছে তিন দিন অতিক্রান্ত৷ যদি রাস্তায় ট্যাঙ্কার থাকতো তাহলে রাজধানীতে পৌঁছতে না হয় কিছুটা সময় লাগতে পারে৷ কিন্তু ধলাই জেলা, উত্তর জেলা প্রভৃতি স্থানে কেন জ্বালানী তেল পেট্রোলের সংকট দেখা দেবে৷
অভিযোগ উঠেছে, যখনই পেট্রোল কিংবা ডিজেলের দাম কমে যাচ্ছে তখনই পাম্পে সংকট দেখা দেয়৷ এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র৷ কৃত্রিম সংকট তৈরী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এদিকে, বর্ষা মরশুম এখনও শুরু হয়নি৷ বর্ষার দিনগুলিতে জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন প্রতিবছর যান চলাচল বিঘ্নিত হয়ে জ্বালনী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দেয় রাজ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *