নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে রবিবার সকালে ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়ন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করল৷ ফার্মের কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করার জন্য আরও শ্রমিক নিয়োগ করা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মরত অবস্থায় কোন শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারের যেকোন একজনকে চাকুরী সহ মোট পাঁচ দফা দাবিতে এদিন মন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে৷ ইউনিয়নের এক প্রতিনিধি দল এদিন মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবী সনদ তুলে দেয়৷ আর বামফ্রন্ট সরকার তাদের দাবীগুলি সহানুভূমিতর সঙ্গে বিবেচনা করবে বলে আশা ব্যাক্ত করেছেন ইউনিয়নের সভাপতি কানু ঘোষ৷ মন্ত্রী ইউনিয়নকে এব্যাপারে কি আশ্বাস দিয়েছেন তা জানা যায়নি৷ এর মধ্যেও ডেপুটেশন প্রদানকারী সংশ্লিষ্ট ফার্ম ইউনিয়নের কর্মকর্তাদের মধ্যে আশোর আলো দেখা গিয়েছে৷
2016-04-18