ইঁদুরের জ্বালায় জেরবার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : ইঁদুরের জ্বালায় জেরবার এয়ার ইন্ডিয়া| সুগন্ধ ছড়িয়ে ইঁদুর ধরার ফাঁদ পেতেও কোনও লাভ হয়নি| এই নিয়ে এমাসেই তিনবার ইঁদুর ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে|  শনিবার বোয়িং ৭৮৭ বিমান মেলবোর্ন থেকে রওনা হয় দিল্লির উদ্দেশ্যে| প্রায় ঘণ্টা ছয়েক পর দেখা যায় একটি ইঁদুর বিমানে| সিঙ্গাপুরে জরুরী অবতরণ করা হয় বিমানটির| সিঙ্গাপুরে বিমান নামিয়ে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে হয় এয়ার ইন্ডিয়াকে|  সূত্রের খবর, প্রায় সপ্তাহ দুয়েক আগে প্রথমবার ইঁদুর দেখা যায়| যখন বিমানটি বার্মিংহাম থেকে দিল্লি আসছিল| এরপর ১১ এপ্রিল ফের একবার একই ঘটনা| ফ্রাঙ্কফুর্ট যাওয়ার বিমানে ধরা পড়ল ইঁদুর| সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়| এইভাবে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে|