সচিব আসেন না অফিসে, মজুরী না পেয়ে পঞ্চায়েতে তালা দিলেন রেগা শ্রমিকরা

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন দেওরাছড়া এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরী না পাওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য৷ সিপিএম পরিচালিত এই এডিসি ভিলেজের পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগের পাহাড়৷ দেওয়াছড়া এডিসি ভিলেজের মোট আসন সংখ্যা নয়৷ এর মধ্যে সিপিএম এর দখলে সাতটি এবং কংগ্রেসের দখলে দুটি আসন৷ গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত সচিব পঞ্চায়েত অফিসটিতে নিয়মিত আসেন না৷ গ্রামের মানুষরা ছয় মাস থেকে একবছর আগে আরওআর, বার্থ সার্টিফিকেট এর জন্য আবেদন করেও পাচ্ছেন না৷ শুধু গ্রামের মানুষ নয় ভিলেজের নির্বাচিত সদ্যসরাও সচিবকে পায় না৷
গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত সচিবের জন্যই রেগার মজুরী পাওয়া যাচ্ছে না৷ সচিব কাজের ওয়ার্ক অর্ডার, এস্টিমেট, একশন প্ল্যান ইত্যাদি সময়মতো ব্লকে জমা দেয় না৷ এনিয়ে ভিলেজের প্রাক্তন চেয়ারম্যান লালডিং পুই ডার্লং নিজে বলেছেন পঞ্চায়েত সচিব সময় মতো আসে না পঞ্চায়েতে এবং রেগা শ্রমিকদের হয়রানি করা হচ্ছে৷ পঞ্চায়েতের এসব সমস্যা নিয়ে খোদ শাসক দলেই ক্ষোভ তৈরী হলেও বিরোধী দলের কোন ভূমিকা নেই৷ এডিসি ভিলেজের নির্বাচনের পর আজ অব্দি পঞ্চায়েত সচিব অফিসে পঞ্চায়েত সদস্যদের নিয়ে কোন বৈঠক পর্যন্ত করেননি বলে অভিযোগ৷
এদিকে, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে এই ধরনের অভিযোগ উঠছে নিত্যদিন৷ শ্রমিকদের পাওনা মজুরী বকেয়া রেখে দেওয়া হচ্ছে৷ তাতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ অবিলম্বে মজুরী মিটিয়ে দেওয়ার দাবী উঠেছে৷