নিজস্ব প্রতিনিধি, আগরতলা, কৈলাসহর, ১৬ এপ্রিল৷৷ ১৮ এপ্রিল কয়েকটি রাজনৈতিক দলের ডাকা ত্রিপুরা বনধের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ওইদিন রাজ্য সরকারের আওতাধীন সমস্ত অফিস, সরকার অধিগৃহীত সংস্থা এবং বিভিন্ন সংস্থায় স্বাবাবিক কাজকর্ম বজায় থাকবে৷ সমস্ত সরকারী, অধিগৃহীত সংস্থা এবং অন্যান্য সংস্থার কর্মচারীরা অন্যান্য দিনের মতই ওইদিন তাদের কাজে যোগ দেবেন৷ সরকারী কর্মচারী, অধিগৃহীত সংস্থা এবং অন্যান্য সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে এই আদেশের অমান্য হলে তা কঠোর ভাবে দেখা হবে৷
এদিকে, কংগ্রেসের ডাকা বন্ধকে প্রত্যাখান করার জন্য সিপিএম জয়নগর লোক্যাল কমিটির উদ্যোগে শনিবার রাজধানী আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত করা হয়েছে৷ মিছিলে আওয়াজ তোলা হয়েছে কংগ্রেসের ডাকা বন্ধ অনৈতিক এবং সন্ত্রাসবাদীদের দোসর বলেও কংগ্রেসকে আখ্যায়িত করা হয়েছে৷ এদিকে, যোগেন্দ্রনগর বনকুমারী সহ শহরতলীর বিভিন্ন এলাকায় সিপিএম লোক্যাল কমিটির উদ্যোগে পথসভা করা হয়েছে এই বন্ধকে প্রত্যাহার করার জন্য৷ একই সঙ্গে রাজ্যের অন্যান্য স্থানেও বন্ধের বিরোধীতা করে মিছিল সংঘটিত করা হয়েছে৷
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এক বিবৃতিতে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস মনে করে ইউসুফ কমিশন রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপের উৎস খোঁজার ব্যাপারে যথেষ্ট প্রত্যয়ী ভূমিকা নিয়েছেন৷ কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজ্য কংগ্রেস মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবী করছে এবং প্রাক্তন মন্ত্রী বিমল সিনহার হত্যাকান্ডের সিবিআই তদন্তের দাবী করছে৷ এই দুই মুখ্য দাবীকে সামনে রেখে ও রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস ১৮ এপ্রিল রাজ্যব্যাপী ২৪ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে৷ বন্ধ সফল করার আহ্বান জানান তিনি৷ এদিকে, কৈলাসহর পুরতান মোটর স্ট্যান্ডে বন্ধের সমর্থনে এক পথ সভা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব৷
2016-04-17

