নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরী পরীক্ষায় অনিয়ম হয়েছে৷ এর জেরে বাতিল করা হয়েছে ঐ পরীক্ষাটি৷ সেই সঙ্গে গঠন করা হয়েছে তদন্ত কমিটি৷ দশ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ৷
সংবাদে প্রকাশ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এটেনডেন্ট পদের জন্য গত রবিবার তথা ১০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয় বিশ্ববিদ্যালয়েই৷ পরীক্ষা শেষ হওয়ার পর অভিযোগ উঠেছে যে এই পরীক্ষায় অনিয়ম হয়েছে৷ সঙ্গে সঙ্গেই এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও এস অধিকারী এক বিবৃতিতে জানিয়েছেন পরবর্তী সময়ে এই পরীক্ষা নেওয়া হবে৷ খুব শীঘ্রই তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে৷
প্রসঙ্গত, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকুরীতে ব্যপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে৷ সম্প্রতি বেশ কিছু পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে৷ কর্মচারী সংগঠনের কিছু নেতা এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারীকরা এই ঘোটালার সাথে যুক্ত বলে খবর মিলেছে৷ ইতিমধ্যেই বেশ কিছু যোগ্য প্রার্থী হাইকোর্টে মামলা করার জন্য দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে৷
2016-04-12

