দেশের সরকার বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে যা ইচ্ছে করে যাচ্ছে ঃ রণজিৎ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ দেশের সরকার বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে যা ইচ্ছে করে যাচ্ছে৷ জনগণের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করে জনসাধারণের মৌলিক অধিকার শোষণ করে চলছে tumblr_ng4dkc67Q21u59wz4o1_400কেন্দ্রের বিজেপি সরকার৷ উল্টো দিকে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতার মধ্য দিয়ে রাজ্যের জনগণের স্বার্থে রাজ্যের উন্নয়নের দিকে অনেকটা এগিয়ে৷ কি ছিল ত্রিপুরা এখন কি হয়েছে, এভাবেই কল্যাণপুর ত্রিপুরা উপজাতি কর্মচারী চতুর্থ দ্বিবার্ষিক কনভেনশনে ভাষণ রাখেন টিটিএডিসি চেয়ারম্যান ড রণজিৎ দেববর্মা এবং বিধায়ক মণীন্দ্র চন্দ্র দাস৷  কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম কুঞ্জবন ভিলেজের  কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় একদিনের চতুর্থ দ্বিবার্ষিক  কনভেনশন৷ শ্রদ্ধায় স্মরণে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয় কনভেনশনের শুরুতে৷  পতাকা উত্তোলন করেন কল্যাণপুর শাখার সভাপতি রণজিৎ দেববর্মা৷ মাল্যদান করেন চন্দ্রকান্ত দেববর্মা এডিসি চেয়ারম্যান রণজিৎ দেববর্মা, বিধায়ক মণীন্দ্র চন্দ্র দাস সহ অনেকে৷  ১২০ জন প্রতিনিধিকে নিয়ে শুরু হয় কনভেনশনের কাজ৷ ভাষণ রাখেন মণীন্দ্র দাস, রণজিৎ দেববর্মা, কনভেনশনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে কর্মীদের মধ্যে৷