গুয়াহাটি, ১১ এপ্রিল (হি.স.) : অসমে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িদাহত হয়ে প্রাণ হারালেন ১১ জন। সোমবার ঘটনাটি ঘটে অসমের তিনসুকিয়ার পানগিরিতে । স্থানীয়দের বিক্ষোভ থামাতে আকাশে গুলি ছুঁড়েছিল পুলিশ। আর তাতে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িদাহত হয়ে প্রাণ হারালেন ১১ জন। জখম ১০। আহতদের তিনসুকিয়া হাসপাতালে ভর্তি করানো হয়।ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনিক কর্তা এবং আধা সেনা।
দিন তিনেক আগে পানগিরিতে খুন হয় ২ জন। খুনে অভিযুক্ত ৫ জনকে হাতে চেয়ে থানা ঘেরাও করে স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। থানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় পুলিশ। উচ্চক্ষমতাসম্পন্ন বৈদুত্যিক তার ছিঁড়েই বাধে বিপত্তি। ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। আহতদের তিনসুকিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মারা যান ১ জন। পরে ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাণ হারান আরও এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনিক কর্তা এবং আধা সেনা।
2016-04-11