নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ পাওনা- দারদের চাপের মুখে মানসিক ভাবে ভেঙে পড়ে এক মহিলা আত্মহত্যা করলেন ফাঁসিতে৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর বড়দোয়ালী এলাকায়৷ শনিবার সকালে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ মৃতার নাম অঞ্জনা দেব৷
স্বামী পরিত্যাক্ত ঐ মহিলার ছেলে চিরঞ্জীব বেশ কয়েকজনের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছেন৷ ধার করা টাকা সময়মতো ফেরত দিতে পাড়ছিল না সে৷ এদিকে, চৈত্র মাস শেষের পথে৷ পাওনাদাররা টাকা পয়সার জন্য চাপ দিতে থাকে চিরঞ্জীবকে৷ দেনার চাপে চিরঞ্জীব গা ঢাকা দিয়ে চলছিল৷ অন্যদিকে পাওনাদাররা বাড়িতে গিয়ে টাকা পয়সার জন্য অঞ্জনা দেবকে চাপ দিতে থাকে৷ গত কয়েকদিন যাবৎই তিনি মানসিকভাবে বিপর্য্যস্ত হয়ে পড়েছিলেন৷ শনিবার নিজ বাড়িতেই তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তিনি একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন৷ এই সুইসাইড নোটে ছেলে চিরঞ্জীব যে টাকা পয়সা দেনা রয়েছে এবং পাওনাদাররা চাপ দিচ্ছেন অঞ্জনা দেবকে তা উল্লেখ রয়েছে৷ পুলিশ সকালে মৃতদেহটি উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷ এদিকে প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে ঐ মহিলার স্বামী পূর্ত দপ্তরে চাকুরী করেন৷ তিনি অন্য এক মহিলার সাথে অন্যত্র বসবাস করছেন৷
2016-04-10