মুম্বই, ১০ এপ্রিল ( হি. স.): ছ’দিনের ভারত-ভুটান সফরে ভারতে এলেন ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও যুবরাণী কেট মিডলটন। রবিবার সকালে মুম্বই পৌঁছলেন তাঁরা। তাঁদের এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।১১ এপ্রিল উইলিয়াম ও কেট দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি নৈশভোজে অংশ নেবেন। রানী এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে দিল্লির ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করবে। একই দিন তারা ইন্ডিয়া গেটে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। ১২ এপ্রিল রাজদম্পতি ক্যাম্প ফায়ারে অংশ নেবেন। সেখানে তাঁরা ভারতীয় নাচ ও সংগীত উপভোগ করবেন।১৪ এপ্রিল তারা ভুটানের উদ্দেশে যাত্রা করবেন। দুদিনের ভুটান সফরে তারা দেশটির রাজা ও রানীর সঙ্গে মন্দির পরিদর্শন করবেন এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন। এছাড়া সেখানে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের সঙ্গেও মিলিত হবেন তারা। ১৬ এপ্রিল উইলিয়াম ও কেট ফের ভারতের আগ্রায় ফিরে যাবেন। তাজমহল পরিদর্শনের মাধ্যমে তাদের ভারত সফর শেষ হবে। ওইদিনই তারা ব্রিটেনে ফিরে যাবেন।
2016-04-10