নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ ইউসুফ কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করার পর বিরোধী দল কংগ্রেস শাসক দল এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পরিকল্পিতভাবে টার্গেট করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সিপিএমের৷ এই ইস্যুতে কংগ্রেস ১৮ই এপ্রিল বন্ধের ডাক দিয়েছে৷ এই বন্ধের তীব্র বিরোধীতা করেছে শাসক দল৷ বন্ধকে পুরোপুরি ব্যর্থ করার আহ্বান জানিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে প্রচারও শুরু করেছে শাসক দল৷ এরই অঙ্গ হিসেবে সোনামুড়াতেও বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করেছে৷ মিছিলটি সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরনো মোটরস্ট্যান্ডে এসে সমবেত হয়৷ সেখানে জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম সোনামুড়া অঞ্চল কমিটির নেতা কাজল ঘোষ ও জেসমিন সুলতানা কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন৷ তাদের সামনে ভাল কোন ইস্যু না থাকায় শাসক দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে সামিল হয়েছে বলে অভিযোগ করেছেন নেতৃবৃন্দ৷ কংগ্রেসের ডাকা জনস্বার্থ বিরোধী বন্ধ পুরোপুরি ব্যর্থ করে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে৷ এই ধরনের বন্ধ রাজ্যের জন্য চরম সর্বনাশ ডেকে আনতে পারে বলেও তাদের অভিমত৷ বিরোধীদের কুৎসার জবাব দিতে রাজ্যব্যাপী প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হওয়ার জন্য অহ্বান জানিয়েছেন সিপিএমের নেতৃবৃন্দ৷ জমায়েতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন দলীয় নেতা কাজল ঘোষ, অধীর ভৌমিক, অহিদূর রহমান প্রমুখ৷ এদিকে আগরতলা সহ রাজ্যের অন্যান্য স্থানেও অনুরূপ সভা করা হয়েছে৷
2016-04-10