পূর্বোত্তরের রাজ্যগুলিতে পোশাক তৈরীর কেন্দ্র স্থাপনের কাজ চলছে ঃ সন্তোষ কুমার

TEXTILEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ বিকাশের প্রশ্ণে কেন্দ্র-রাজ্য হাত ধরাধরি করে কাজ করবে বলে অঙ্গিকারবদ্ধ হয়েছে৷ একদিকে, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার জানিয়েছেন, রাজ্যের উন্নয়ননে দরাজ হস্তে কেন্দ্রীয় সরকার সহহায়তা করবে৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে উৎসাহিত হয়ে বস্ত্রমন্ত্রীকে অভিনন্দন জানান৷
অনুষ্ঠানে পূর্বোত্তরের রাজ্যগুলির সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার বলেন, নর্থ ইস্ট টেক্সাটাইল প্রমোশন স্কিমের আওতায় এই অঞ্চলের ৮টি রাজ্যে পর্যায়ক্রমে এই ধরনের গার্মেন্ট মেকিং সেন্টার স্তাপনের কাজ চলছে৷ যাতে করে এই অঞ্চলের জনগণের কর্মসংস্তানের সুযোগ সুবিধা সৃষ্টি করার পাশাপাশি আরো বেশি করে নতুন নতুন শিল্প স্থাপন করা যায়৷ তিনি বলেন, আজ থেকে ত্রিপুরায় এই সেন্টার চালুর মধ্য দিয়ে এই প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হল৷ এখানে এই শিল্প স্থাপনে ত্রিপুরা সরকার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথ ভাবে আগামী দিনে রাজ্যে আরো বিভিন্ন শিল্প স্থাপনে কাজ করবে৷ এই সেন্টারের মাধ্যমে উৎপাদিত বস্ত্র যাতে সঠিকভাবে বাজার জাত করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷ তিনি আরো বলেন, টেক্সটাইল এর পাশাপাশি হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রেফটসের কাজকে আরো বাড়াবার উদ্যোগ নেয়া হবে৷ যাতে করে অদূর ভবিষ্যতে এ সমস্ত অঞ্চলের যুব সম্প্রদায় নিজের পায়ে দাঁড়াতে পারে৷ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষ করে রাজ্যে প্রথম এই ধরনের শিল্প স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এখানে উৎপাদিত পণ্য যাতে রাজ্য থেকে শুরু করে দেশের বাজার ও পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে উপযুক্ত স্থান করে নিতে পারে এই ভাবনা চিন্তাকে সামনে রেখে কাজ করতে হবে৷ তিনি বলেন, রাজ্যে শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে৷ সড়ক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে রেল পরিষেবা সবই এখন রাজ্যে রয়েছে৷ পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য সাব্রুমের ফেনী নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হবে৷ এই কর্মসূচী বাস্তবায়নের পর রাজ্যের ভেতর দিয়ে উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির সাথে যোগাযোগ স্থাপন হবে৷ যা হবে একটি যুগান্তকারী ঘটনা৷ চালু হবে বাংলাদেশের সাথে রেল যোগাযোগ৷ এখন আগরতলা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের ইন্টারন্যাশনাল গেটওয়ে৷ তিনি বলেন, ভৌগোলিক কারণে আগে যেগুলি অসুবিধা ছিল সেগুলি এখন সুবিধায় পরিণত হচ্ছে৷ মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচীরও উল্লেখ করেন৷ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী এই কেন্দ্রে গুণমান সম্পন্ন পণ্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বাজারজাত করার জন্য উর্দ্ধমুখী মার্কেটিং লিঙ্ক স্থাপন করতে হবে৷ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে৷ বস্ত্র মন্ত্রণালয়ের সচিব রেশমি বার্মা বলেন, কৃষির পর টেক্সটাইলই সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ করে দেয়৷