পরপর তিনবার, ফের ইডি-র দফতরে হাজিরা দিলেন না মালিয়া

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): এই নিয়ে পরপর তিনবার| ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিলেন না লিকার ব্যারন বিজয়া মালিয়া| এই শনিবার, ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মালিয়ার| কিন্তু, সমন পেয়েও এদিন তিনি অনুপস্থিত থাকলেন| আইডিবিআই ব্যাঙ্কের ৯০০ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় তঁাকে জেরার জন্য তিনবার সমন পাঠিয়েছিল ইডি|
প্রতিবারই তিনি দেশে নেই, জানিয়ে অনুপস্থিত থেকেছেন| এদিনও তিনি হাজিরার জন্য মে মাসের শেষে একটি দিন চেয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *