নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ জোলাইবাড়ি ব্লক এলাকায় বাইখোড়া মমসু মগু পাড়া বিদ্যালয়টি শিক্ষক বদলির প্রতিবাদে গত ৩১ মার্চ থেকে বন্ধ৷ গ্রামবাসীরা মিলে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছে৷ বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিদিন এসে গাছের নীচে বসে থেকে চলে যায়৷ এই বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী উপজাতি অংশের বিদ্যালয়ে এতদিন যাবৎ একজন উপজাতি শিক্ষক ছিল৷ কিন্তু হঠাৎ করে ঐ উপজাতি শিক্ষককে বিদ্যালয় থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়৷ এবং অভিভাবকদের বক্তব্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাষাগত সমস্যা ভুগছে৷ গত তিনদিন যাবৎ তালা ঝুললেও বিদ্যালয় পরিদর্শকের এখনো ঘুম ভাঙ্গেনি৷ গ্রামবাসী বিদ্যালয় এসএমসি কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষকরা অনেকবার পরিদর্শককে জানালেও কোনো কাম হয়নি৷ শিক্ষকরা এসে গাছের নীচে বসে৷ আবার সময় হলে বাড়ি চলে যান৷ গ্রামবাসীরা চাইছেন অতিসত্ত্বর তাদের দাবি যেন মানা হয়৷
2016-04-03