BRAKING NEWS

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কাঁঠালিয়া, এলাকা সফর মুখ্যমন্ত্রীর

manikনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৩০ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী আজ কাঁঠালিয়া ব্লকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নেন৷ তিনি প্রথমে জগৎরামপুর এ ডি সি ভিলেজের উত্তর তৈছামা কলোনী পরিদর্শন করেন৷ তারপর থলিবাড়ী এবং কালীখলা এ ডি সি ভিলেজের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ীঘরগুলো পরিদর্শন করেন৷ উল্লেখ্য, গত সোমবারের ঘূর্ণিঝড়ে জগৎরামপুর, কালীখঢ়া, মনাইপাথর, থলীবাড়ী এবং দক্ষিণ তৈবান্দাল এ ডি সি ভিলেজের ৪৭টি বাড়ী পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং ৬৭টি বাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়৷ রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পরিবার পিছু ১০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে পরিবার পিছু ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ ঘুর্ণিঝড়ে ৪টি গরু মারা যায় এবং মালিকদেরকে প্রতি গরু পিছু ৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়৷ এই ঘূর্ণিঝড়ে কিছু রাবার বাগান, ১টি বিদ্যালয়, ১টি অঙ্গনওয়াড়ী কেন্দ্র এবং ১৭টি বিদ্যুৎতের খুঁটিও নষ্ট হয়৷ মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আরো কিভাবে সাহায্য করা যায় তা ভেবে দেখা হবে বলে আশ্বাস দেন৷ মুখ্যমন্ত্রী কালীখলা এ ডি সি ভিলেজে ঘূর্ণিঝড়ে সামান্য আহত হওয়া দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী মাধবী রাণী ত্রিপুরাকে আগরতলা নিয়ে জি বি হাসপাতালে ডাক্তার দেখানোর নির্দেশ দেন মহকুমা শাসককে৷ এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী কাঁঠালিয়া ব্লকে সিপাহীজলার জেলা শাসক, সোনামুড়া মহকুমা শাসক, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাঁঠালিয়া ব্লকের বি ডি ওকে নিয়ে বৈঠক করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীকে সঙ্গে ছিলেন সিপাহীজলার জেলা শাসক, পুলিশ সুপার, সোনামুড়ার মহকুমা শাসক, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাঁঠালিয়া ব্লকের বি ডি ও এবং অন্যান্য্য পদস্থ আধিকারিকগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *