BRAKING NEWS

আজ শেষ হচ্ছে বদরপুর থেকে কুমারঘাট পর্যন্ত রেলের সুরক্ষা পর্যবেক্ষণ

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ বদরপুর থেকে কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ শুরু হয়ে গেছে৷ বুধবার রেলের সেফটি কমিশনার এস কে পাঠক সদলবলে বদরপুর থেকে ত্রিপুরার সীমান্তের কাছাকাছি কলকলিঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করেন৷ বৃহস্পতিবার কলকলিঘাট থেকে কুমারঘাট পর্যন্ত অবশিষ্ট ব্রডগেজ রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করবেন সেফটি কমিশনার৷ রেল সূত্রে খবর, আজ বদরপুর থেকে কলকলিঘাট পর্যন্ত রেললাইনে কোন ত্রুটি পাননি সেফটি কমিশনার৷ জানা গেছে, সিগন্যালিং সহ স্টেশনগুলির কাজে সন্তোষ প্রকাশ করেছেন তিনি৷ আগামীকাল কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করছেন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আধিকারিকগণ৷ কুমারঘাট পর্যন্ত রেল লাইনে সেফটি কমিশনার সবুজ সংকেত দিয়ে দিলে এই রুটে যাত্রী রেল পরিষেবা শুরু করার ক্ষেত্রে আর কোন বাধা থাকবে না৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আধিকারিকদের মতে, কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনে কোন ত্রুটি ধরা পড়ার সম্ভাবনা নেই৷ যে ধরনের কাজ হয়েছে তাতে সেফটি কমিশনার সন্তোষ প্রকাশ করবেন বলে সংশ্লিষ্ট আধিকারিকরা আশাবাদী৷
উল্লেখ্য, মঙ্গলবার আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণে সবুজ সংকেত দিয়েছেন রেলের সেফটি কমিশনার এস কে পাঠক৷ গতকাল সাংবাদিক সম্মেলনে রেলের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানিয়েছেন, এই রুটে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রেল ছুটতে সক্ষম৷ সিগন্যালিংয়ের কাজেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে৷ গতকালই তিনি জানিয়েছিলেন, এই রুটে যাত্রী রেলপরিষেবার ক্ষেত্রে সুরক্ষা পর্যবেক্ষণে বাধা টপকে গেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ গতকাল তিনি রেলের কাজে সর্বাঙ্গীন সহায়তা করার জন্য রাজ্য সরকারের প্রশংসা করেছেন৷ গতকাল তিনি আরো জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উদয়পুর পর্যন্ত ব্রডগেজ রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ করা হবে৷ ঐ রুটে সিগন্যালিংয়ের কাজ বাকি রয়েছে৷ ফলে, তা শেষ হলেই সেফটি কমিশনার সুরক্ষা পর্যবেক্ষণ যাবেন বলে জানিয়েছেন৷
এদিকে, বদরপুর থেকে কুমারঘাট পর্যন্ত রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণে সবুজ সংকেত মিলতেই আগরতলা থেকে আনুষ্টানিকভাবে যাত্রী রেল পরিষেবা শুরু হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *