BRAKING NEWS

গৃহবধূকে খুনের দায়ে গ্রেপ্তার স্বামী, থানায় ডেপুটেশন নারী সমিতির

Nari Samitiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজধানীর সুভাষনগরে গৃহবধূ কাজল দেবনাথ হত্যাকান্ডে ধৃত স্বামী কৃষ্ণধন দেবনাথকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠাল আদালত৷ গতকাল তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্পদ করে৷ কিন্তু আদালত পুলিশের আবেদন খারিজ ককরে দিয়ে আগামী ১২ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেন৷ ১২ এপ্রিল কৃষ্ণধন দেবনাথকে পুনরায় আদালতে তোলা হবে৷ আদালত সূত্রে এমনটাই জানা গেছে৷ মঙ্গলবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্পদ করা হয়৷ বিচারক তাকে জেল হেপাজতে পাঠিয়েছেন৷ অন্যদিকে এই ঘটনায় সুভাষনগরে এখনো চাঞ্চল্য বিরাজ করছে৷
রাজধানীর সুভাষনগরে গৃহবধূ কাজল দেবনাথ খুনের ঘটনায় গ্রেপ্তার স্বামী কৃষ্ণধন দেবনাথের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার পূর্ব মহিলা থানায় ডেপুটেশান দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি বিভাগীয় কমিটি৷ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীকে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশান প্রদান করা হয়৷
সোমবার রাজধানীর সুভাষনগরে রহস্যজনকভাবে খুন হন গৃহবধূ কাজল দেবনাথ৷ নিজ বাড়ির রান্না ঘরেই তার মৃতদেহ উদ্ধার করে পূর্ব থানার পুলিশ৷ মৃতদেহে আঘাতের চিহ্ণ পাওয়া যাওয়ায় পুলিশ প্রাথমিক তদন্তে নেমে স্বামীকে গ্রেপ্তার করে৷ মঙ্গলবার তাকে আদালতে তোলে পুলিশ৷
এদিকে কৃষ্ণধন দেবনাথকে কঠোর শাস্তি এবং ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশান দেয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি মহকুমা কমিটি৷ মহিলা থানার ওসি মমতাজ হাসিনার কাছে স্মারকলিপিও তুলে দেওয়া হয়৷ নারী নেত্রী সবিতা ঘোষ জানান দোষীদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *