একই ঘরে তিন বান্ধবী বিষপানে আত্মঘাতী যতনবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ যতনবাড়িতে রবিবার দুপুর নাগাদ একই ঘরে এক সাথে  তিন বান্ধবী বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছে৷ তাদেরকে উদ্ধার করে প্রথমে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷

USA, New York State, New York City, Crime scene barrier tape
USA, New York State, New York City, Crime scene barrier tape

যতনবাড়িতে তিন উপজাতি তরুণী একই ঘরে এক সাথে আত্মহত্যা করার চেষ্টা করে৷ রবিবার দুপুর দুইটা নাগাদ যতনবাড়ির উত্তম দেবনাথের বাড়িতে তারা বিষপান করে৷ বিশাখা ত্রিপুরা নামে এক কিশোরী পড়াশুনার জন্য যতনবাড়ির উত্তম দেবনাথের বাড়িতে ভাড়া থাকত৷ দুপুরে দুই বান্ধবীকে  সাথে নিয়ে একই সাতে তিনজন মিলে ভাড়া ঘরে বিষপান করে৷ বিষপান করার পর তাদের এক বন্ধু  অনুপম চাকমাকে ফোন করে ঘটনাটি জানায়৷ খবর পেয়ে দ্রুত ছুটে আসে অনুপম চাকমা৷ তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যতনবাড়ি হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কর্তব্যরত চিকিৎসক প্রণজিৎ দাস জানান চামিলী জমাতিয়া ও বিশাখা ত্রিপুরার অবস্থা খুবই সংকটজনক৷ তিনবান্ধবীর এক সাথে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে যতনবাড়িতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রণয়ঘটিত কোন ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে কিনা তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে স্থানীয় জনমনে নান গুঞ্জন উঠেছে৷ নানা প্রশ্ণ উঁকি দিচ্ছে৷ কি কারণে এই তিন বান্ধবী একই সঙ্গে একই ঘরে আত্মহত্যা করেছে৷ বিষয়টিকে ঘিরে উদ্বিগ্ণ তথ্যাভিজ্ঞ মহলও৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ার পেছনে সামাজিক অবক্ষয়ও অনেক বেশী দয়ী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *