BRAKING NEWS

ভারত মাতার জয় বলবার জন্য ভারতবর্ষকে হৃদয়ঙ্গম করা প্রয়োজন ঃ মোহন ভাগবত

Mohan Bhagwatকলকাতা, ২৭ মার্চ (হি.স.) :‘ বিশ্বে ভারত মাতার জয়-জয়কার করা বা তাকে স্বাভিমানী ও স্বাবলম্বী বানানোর জন্য ব্যক্তিকে আগে ভারতবর্ষকে হৃদয়ঙ্গম করতে হবে|’ রবিবার জিডি বিড়লা সভাগৃহে একটি পুস্তক প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত| এদিনের অনুষ্ঠানে বনবন্ধু পরিষদের বিশিষ্টকার‌্যকর্তা তথা একল অভিযানের প্রতিষ্ঠাতা স্বর্গত মদনলাল আগরওয়ালার জীবনের উপর লেখা বই(মদনলাল আগরওয়ালা-ব্যাক্তিত্ব এবং কৃতিত্ব)-র প্রকাশ করা হয়েছে|  এদিনের অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ভারত গুণবাচক শব্দ আর ওই গুণের সমাহারই ভারতীয়ত্ব| যারা এই গুণ স্বীকার করেন না তারা আলাদা দেশ তৈরি করে নিয়েছেন| তিনি আরও বলেন, ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে প্রাচীনতম জীবন আদর্শ আচরণে দেখা যায়|  মদনলাল আগরওয়ালার কৃতিত্ব স্মরণ করে তিনি বলেন, আমরা যে ভাবনা বাস্তবায়িত করার কাজে ব্রতী-মদনবাৱু সেইভাবনারই প্রতিমূর্তি ছিলেন| তিনি সনাতন ভারতীয় জীবনবোধ নিজের আচরণে প্রকাশ করেছেন| ওনার জীবন চর্চা করলে একত্রে সঙ্কল্প, দূরদৃষ্টি এবং জ্ঞানের সমাহার দেখা যায়| ওনাকে স্মরণের বিষয়টি মনে না রেখে সেটা হৃদয়ঙ্গম করে আমাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাওয়া উচিত| মদনলাল আগরওয়ালার সঙ্গে দীর্ঘসময় একত্রে কাজ করা বিশ্ব হিন্দু পরিষদের সংযুক্ত মহামন্ত্রী শ্যামজী গুপ্তা বলেন, মদনলালজী কর্মঠ, তেজস্বী ও অনুশাসন প্রিয় কার‌্যকর্তা ছিলেন| ওনার অদ্ভুত সাংগঠনিক ক্ষমতা ছিল| আমার মতো বহুকার‌্যকর্তা ওনার হাতেই তৈরি | এদিনের অনুষ্ঠানের অধ্যক্ষ ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সজ্জন ভজনকা, ছিলেন সমাজসেবী তথা নাট্যকর্মী বিমল লাঠ, মদনলাল আগরওয়ালার সুযোগ্য পুত্র আনন্দ আগরওয়ালা, জামাই নারায়ণ জালান, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী  সজ্জন বনসল, রমেশ সরাওগী তথা রামেশ্বরলাল কাবরা | এঁরা সকলে মদনলাল আগরওয়ালার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন|  প্রকাশিত বইয়ের ভূমিকা বর্ণন করেন মদনবাৱুর সুযোগ্য পুত্র চন্দ্রমোহন আগরওয়ালা| তিনি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনকে মঞ্চে আহ্বান করে তাঁদের সম্মানিত করেন| অষ্ঠানের শেষে নাট্যকর্মী বিমল লাঠের লেখা ও অজয় মলকানীর নির্দেশিত নাটক ‘সাকার হোতা সপনা’ মঞ্চস্থ করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *