অনেক ঘাত প্রতিঘাতের মুখে সাংবাদিকরা ঃ কেন্দ্রীয় মন্ত্রী

TJUনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ দিনদিন সাংবাদিকতার পেশায় অনেক ঘাত প্রতিঘাত আসছে৷ তার পরও ত্রিপুরাসহ পূর্বোত্তরের রাজ্যগুলিতে কর্মরত সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জীতেন্দ্র সিং একথা বলেন৷ তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ধারবাহিকভাবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নির্ভয়েই কাজ করছেন৷ সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার সময় শুধু সাংবাদিকই নন তাঁরা একজন সক্রিয় কর্মীও৷ সমাজের সমস্ত ধরণের সমস্যাগুলিকে সমানভাবে তুলে ধরার উপরও গুরুত্বারোপ করেছেন শ্রী সিং৷[vsw id=”8ce1hdQjBy8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”] তিনি জানান, স্বাধীনতার মাত্র ২০ বছর পর কলম এবং কাগজের মাধ্যমে সারা দেশে সংবাদপত্র বিকশিত হয়৷ শ্রী সিং এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজনীতিতে আসার আগে ১৯৮০ সালে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন৷ তাঁর লেখা নিবন্ধ দিল্লীতে প্রকাশিত হয়েছে৷
এদিকে, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর দেবুলাপল্লি বলেন, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন কাজ করছে পূর্বোত্তরের রাজ্যগুলির উন্নয়নের জন্য গত এক দশক ধরে এবং ইউনিয়নের তরফে সাংবাদিকদের টিম বিভিন্ন সময়ে এই অঞ্চলের রাজ্যগুলি সফর করেছেন এবং উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করেছে৷ তিনি জানান, নর্থ ইস্ট ইন্ডিয়ান ফেডারেশন অব জার্নালিস্ট এই অঞ্চলের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য কাজ করছে৷ সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জীতেন্দ্র সিংয়ের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে গত এক দশকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কমপক্ষে চল্লিশজন সাংবাদিক খুন হয়েছেন৷ সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে কেন্দ্রীয় ডোনার মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে৷
এদিকে, এদিনের অনুষ্ঠানে বরিষ্ট সাংবাদিক তথা দৈনিক সংবাদ এর বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিককে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে৷
উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী সহ ইউনিয়নের নেতৃবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *