BRAKING NEWS

রাজ্যে ৮৮৩ টি গ্রামে মোবাইল সংযোগ ঃ তথ্য প্রযুক্তি মন্ত্রী

Tapan Minister Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজ্য সরকার রাজ্যের প্রতিটি গ্রামকে মোবাইল এবং ব্রডব্যান্ড পরিষেবার আওতায় আনার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেডকে (বি এস এন এল) ক্রমাগত অনুরোধ করে চলেছে৷ এখন পর্যন্ত ১০৩৮ টি পুরাতন গ্রামের মধ্যে ৮৮৩টি গ্রামে মোবাইল সংযোগ স্থাপন করা হয়েছে৷ ২০১৪-১৫ অর্থ বছরে ৫৯টি গ্রামে এবং ৪৭ টি গ্রামে ২০১৫-১৬ অর্থ বছরে মোবাইল সংযুক্তিকরণের পরিকল্পনা ছিল৷ বি এস এন এল জানিয়েছে এ পর্যন্ত নতুন ৭৬টি সহ মোট৯৬৯ টি গ্রামে মোবাইল সংযোগ স্থাপন করা হয়েছে৷ আজ রাজ্য বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক সমীর দেব সরকার, বিধায়ক তপন চন্দ্র দাস এবং বিধায়ক ললিত কুমার দেববর্মার জনস্বার্থে আনা একটি নোটিশের উপর বক্তব্য রাখতে গিয়ে তথ্য, প্রযুক্তি মন্ত্রী তপন চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, রাজ্য সরকার রাজ্যে টেলিকম সেবার মান উন্নতি করার জন্য বি এস এন এল এর সঙ্গে ক্রমাগত যোগযোগ করে চলেছে৷ এই লক্ষ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ১৯ লাখ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ছিল৷ ভারত সঞ্চার নিগম লিমিটেড অবহিত করেছে যে, পরিকল্পিত ১৯ লাখ ধারনক্ষমতা সংযোজনের কাজ সম্পন্ন করা হয়েছে৷ যদিও ভারত সঞ্চার নিগম লিমিটেডের নিম্মমানের পরিষেবা অব্যাহত রয়েছে৷ বি এস এন এল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, কিছু বি টি এস আগরতলা শহরে স্থাপন করা সম্ভব হয়েছে৷ রাজ্যের কমন সার্ভিস সেন্টারগুলোতে ইন্টারনেট পরিষেবা সংযুক্তিকরণের লক্ষ্যে ভারত সঞ্চার লিমিটেড এর অনুরোধে রাজ্য সরকার তার বাজেট থেকে ৪ কোটি টাকা বি এস এন এলকে দিয়েছে ১৫ টি নতুন ওয়াইম্যাক্স বি টি এস স্থাপনের জন্য৷ ভারত সঞ্চার নিগম লিমিটেড জানিয়েছেন যে, তারা নতুন প্রস্তাবিত ১৫টি ওয়াইম্যাক্স বি টি এস স্থাপন করেছেন৷
ল্যান্ড লাইন পরিষেবা উন্নতির লক্ষ্যে বি এস এন এল কর্তৃপু ধলেশ্বর, উত্তর গেইট, রামনগর এবং এন আই টি আগরতলার টেলিফোন এক্সচেঞ্জগুলিকে নেক্সট জেনারেশন নেটওয়ার্ক -এ উন্নীত করেছে৷ পরবর্তী সময়ে কলেজটিলা, জি বি বিশালগড়, এ ডি নগর এবং কামান চৌমুহনীর ল্যান্ড লাইন টেলিফোন এক্সচেঞ্জগুলিকে নেক্সট জেনারেশন নেটওয়ার্ক -এ উন্নীত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে৷
তথ্য ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফ থেকে উচ্চ পর্যায়ে নিরবিচ্ছিন্ন তদ্বির ও প্রচেষ্টা সত্বেও ভারত সরকারের দূরসঞ্চার দপ্তর রাজ্যে কাঙ্খিত মানের উন্নত পরিষেবা দেবার প্রশ্ণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তেমন সাফল্য দেখাতে পারছেনা৷
ত্রিপুরা রাজ্যের সর্বত্র টেলি পরিষেবা দ্রুত আধুনিক ও উত্তরোত্তর উন্নয়ন সাধনে দূরসঞ্চার দপ্তর এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড কার্যকরি উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করবে বলে রাজ্য সরকার আশাবাদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *