BRAKING NEWS

বোধজংনগরে ৩০ একরে গড়ে উঠেছে ফুড পার্ক

fresh-fruits-and-vegetables1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ খাদ্য ও ফল প্রক্রিয়াকরণ ভিত্তিক শিল্পোদ্যোগীদের সুবিধার জন্য জমি প্রদানের উদ্দেশ্যে আগরতলার খয়েকপুরের বোধজংনগরে ৩০ একর জমির উপর একটি ফুডপার্ক গড়ে তোলা হয়েছে৷ ইতিমধ্যে ৬টি শিল্প সংস্থা এই পার্কে শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷ যে সমস্ত পণ্যের উপর নির্ভর করে এই শিল্প গড়ে ওঠবে সেগুলি হচ্ছে ফলের রস, বিসুকট, ময়দা ইত্যাদি৷ বর্তমানে রাজ্যে প্রায় ১৪৪টি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপিত হয়েছে আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুধন দাস, হরিচরণ সরকার এবং মনীন্দ্র চন্দ্র দাসের আনা একটি দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাবে শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী এই তথ্য জানিয়ছেন৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে প্রায় ১,৬২,২৬০ মে,টন আনারস, ৩৩,৯০৫ মে,টন কমলালেবু ও ৩,০২,১৮৩ মে,টন কাঁঠাল উৎপন্ন হচ্ছে৷ রাজ্যে প্রাপ্ত কৃষিজ সম্পদকে উপযুক্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে অধিক মূল্য যোগ করার উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছে৷
শিল্পমন্ত্রী জানান, রাবার ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের জন্য উপযুক্ত পরিকাঠামো প্রদানের লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তর পশ্চিম জেলার বোধজংনগরে একটি রাবার পার্ক গড়ে তুলেছে৷ কেন্দ্রীয় সরকারের রাবার বোর্ডের কারিগরী সহায়তায় ত্রিপুরা শিল্পোন্নয়ন নিগম এই প্রকল্পটি রূপায়ন করেছে৷ রাবার পার্কে বর্তমানে মোট ১০টি শিল্প কারখানা গড়ে ওঠার কাজ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *