BRAKING NEWS

গৌরব ধুলায় লুটাইল

tsrত্রিপুরা স্টেট রাইফেলস সংক্ষেপে টিএসআর রাজ্যের নিজস্ব আধা সামরিক বাহিনী৷ রাজ্যে উগ্রপন্থীদের বিষদাঁত ভাঙ্গিতে এবং শায়েস্তা করিবার ক্ষেত্রে এই বাহিনীর অসামান্য ভূমিকার কথা ইতিহাস হইয়া আছে৷ দুধর্ষ ও সাহসীকতার জন্য এই বাহিনীর নজীর আছে৷ শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বহির্রাজ্যে সুনাম ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করিবার ইতিহাস রহিয়াছে৷ সেই বাহিনীর জওয়ানরা কি সেই গৌরব হারাইতে চলিয়াছেন? সোমবার রাতে দূর্জয়নগরে ভাড়া বাড়িতে এক প্রেমিক টিএসআর জওয়ানের গুলিতে নৃশংস ভাবে খুন হইয়া গেলেন তনুশ্রী কর্মকার নামে এক নার্সিং পাঠরতা যুবতী৷ খুন করিয়া সেই বাড়ীতেই গুলিতে আত্মঘাতী হইয়াছেন এই জওয়ান মৃণাল দাস৷ দক্ষিণ জেলার সাচিরাম বাড়ী টিএসআর নবম ব্যাটেলিয়ানের ক্যাম্প হইতে ইনসাস রাইফেল সহ উধাও হইয়া যায় সোমবার দুপুর আড়াইটায়৷ ক্যাম্পের সবগুলি গেইটে দশজন করিয়া জওয়ান পাহাড়ায় থাকে৷ কাহারও চোখে লাগিল না যে জওয়ান মৃণাল অস্ত্রসহ বাহিরে যাইতেছে৷ এমন কি দ্বিতীয় বেলার গণনা হইয়াছে সন্ধ্যা সাতটায়৷ তখনও মৃণাল গরহাজির৷ তবু, টিএসআর নবম ব্যাটেলিয়ান কর্তৃপক্ষ নিশ্চুপ৷ সেই জওয়ান দূর্জয়নগর ভাড়া বাড়ীতে তনুশ্রীকে সাত আটটি গুলিতে ঝাঝরা করিয়া দেয়৷ তনুশ্রীকে বিবাহ করা, প্রথম স্ত্রী থাকা অবস্থায়৷ দ্বিতীয় বিবাহ বেআইনী সত্বেও সুশৃঙ্খল বাহিনীতে চুটাইয়া চাকুরী করিতে পারিল ওই মৃণাল৷ স্ত্রী থাকা অবস্থাতেই দ্বিতীয় বিবাহ জানার পরই মুখ ফিরায় তনুশ্রী৷ কিন্তু জওয়ান মৃণাল তাহা সহ্য করিতে পারে নাই৷ প্রতিশোধ স্পৃহায় মাতিয়া উঠিয়া এই মর্মান্তিক কান্ড ঘটায়৷ প্রেম ঘটিত এই রকম ঘটনা আরও অনেক নানা ভাবে ঘটিয়াছে৷ কিন্তু, সবচাইতে বড় প্রশ্ণ একটি সুশৃঙ্খল বাহিনীর জওয়ান কিভাবে অস্ত্র সহ ক্যাম্প হইতে হাওয়া হইয়া গেলেও কোনও প্রতিরোধ বা প্রতিকার হয় না বাহিনীর পক্ষে৷ ইহাই আজ গুরুতর প্রশ্ণ৷
সামরিক বা আধা সামরিক বাহিনী যদি উশৃঙ্খল হয় তাহা দেশ ও রাজ্যের পক্ষে চরম অমঙ্গলের, গভীর উদ্বেগের৷ দক্ষিণ ত্রিপুরার সাচিরাম বাড়ী টিএসআর ক্যাম্প হইতে আগরতলার দূরত্ব কম করিয়াও একশ কিলোমিটার৷ এত খানি দূরত্ব অতিক্রম করিয়া আসিয়া একজন জওয়ান নিজের ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে পারে? নিজে বিবাহিত, সত্যি গোপন করিয়া এই প্রেমের খেলায় এই জওয়ানটির অন্যায় কাজকর্মের বিন্দুমাত্র হদিশ পায় নাই নবম ব্যাটেলিয়ানের উর্দ্ধতন মহল৷ জওয়ান মৃণাল মারিয়া ও মরিয়া প্রমাণ করিয়া দিয়া গেল টিএসআর বাহিনী দিনে দিনে কিভাবে উশৃঙ্খল ও আইন শৃঙ্খলার পক্ষে ভয়ানক আতংকের হইয়া উঠিয়াছে৷ দূর্জয়নগরে প্রেমিকা বা দ্বিতীয় স্ত্রীকে হত্যা করিয়া টিএসআর জওয়ান প্রমাণ করিয়া দিল এই বাহিনীতে শৃঙ্খলা বলিয়া কিছু নাই৷ এই রাজ্যের এই বাহিনীগুলি দিনে দিনেই ক্ষয়িষ্ণু হইয়া পড়িয়াছে, বিশ্বাস, নির্ভরতার জায়গা হইতে সরিয়া দাঁড়াইতেছে৷ বেশ কিছুদিন আগেও এই বাহিনীর এক জওয়ান কর্ণেল চৌমুহনী হইতে রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর দেবাশিষ সাহাকে অপহরণ করিয়া খোয়াইয়ের দিকে যাত্রা করিয়াছিল৷ ছুটি না পাইয়া উন্মত্ত হইয়া এই জওয়ান কালাপাহাড় এলাকায় হাজির হয়৷ পরদিন পুলিশ বাহিনী অভিযান চালাইয়া এক বাড়ীতে আত্মগোপনে থাকা টিএসআর জওয়ানকে হত্যা করে ওই এসআইকে উদ্ধার করে৷ শুধু এইসব ঘটনা নহে, একের পর এক অভিযোগ উঠিয়াছে টিএসআর এর বিভিন্ন ব্যাটেলিয়ান বিভিন্ন কুকর্মে জড়াইয়া পড়িতেছে৷ এইসব অভিযোগগুলি খতাইয়া দেখা৷ টিএসআর জওয়ানদের বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি করা সহ সামগ্রিক ভাবে বাহিনীগুলিতে স্বচ্ছতা, সততা আনিতে না পারিলে দিনে দিনে রসাতলের পথ প্রশস্ত হইবে৷ রাজ্যের বিভিন্ন টিএসআর ক্যাম্পগুলিতে কঠোর নজরদারী চালু করিতে না পারিলে, শান্তি রক্ষক এই সব বাহিনীই এক সময় অশান্তির আগুন জ্বালাইতে থাকিবে৷ যাহা একটি সুশৃঙ্খল বাহিনীর পক্ষে গভীর লজ্জার৷ দূর্জয়নগরের ঘটনা চোখে আঙুল দিয়া দেখাইয়া দিল বন্দুকধারী জওয়ানরা কী ভয়ানক পথ ধরিতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *