নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজ্যপাল তথাগত রায় বলেছেন কন্যা সন্তানকে গুরুত্ব দিয়ে মেয়েদের সুরক্ষা বিষয়ে সকল অংশের পুরুষ ও মহিলাদের সচেতন করতে হবে৷ এই সমাজ ব্যবস্থায় পুরুষ ও মহিলার সমান অধিকার৷ ছেলে কি মেয়ে উভয়ই মা বাবার কাছে সমান গুরুত্ব৷ কোন অংশেই মেয়েরা অবহেলার বস্তু নয়৷ কন্যা ভ্রুণ হ ত্যা জঘন্য অপরাধ৷ এর বিরুদ্ধে সকলকে আরো সচেতন হতে হবে৷ গতকাল গোমতী জেলার অন্তর্গত গামারিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত তিনদিনব্যাপী জেলাভিত্তিক স্বাস্থ্য মেলা ও বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রাজ্যপাল তথাগত রায় এ কথাগুলি বলেন৷ রাজ্যপাল বলেন বর্তমান ভারত সরকার বেটি বাঁচাও, বেটি পড়াও ও স্বচ্ছা ভারত কর্মসূচীর উপর বিশেষ জোর দিয়েছেন৷ আমরা যাতে সকলে সুস্থ থাকতে পারি তার জন্য আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷ রাজ্যপালবলেন শৌচাগার তৈরি ভারতের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী৷ প্রতিটি বাড়িতে, সুকলে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার তৈরি করতে হবে৷ অনুষ্ঠানে রাজ্যপাল কন্যা সন্তান বেটি বাঁচাও বেটি পড়াও অঙ্গীকার পত্র পাঠ করান৷ অনুষ্ঠানে খেলাধূলায় কৃতিত্বের জন্য ৩জনকে, ৫ জন আশাকর্মীকে, ৩জন বেস্ট গার্লস চাইল্ড ও ৪ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে নন্দিনী পুরস্কার দেন রাজ্যপাল৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিসির কার্যনির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া৷ স্বাগত ভাষণ দেন গোমতী জেলার জেলা শাসক সোনাল গোয়েল৷ সভাপতিত্ব করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রেখা রানি মজুমদার৷ উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, জেলার এস পি সরস্বতী আর প্রমুখ৷
2016-03-24