BRAKING NEWS

পরিমল সাহা হত্যাকান্ডে সিপিএম যুক্ত নয়, আদালতে জোর সওয়াল আইনজীবির

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ পরিমল সাহা হত্যাকান্ডে সিপিএম জড়িত নয় বলে আত্মপক্ষের সওয়াল চলাকালে দৃঢ়তার সঙ্গে বলেছেন আইনজীবী মিলন মুখার্জি৷ কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই পরিমল সাহা খুন হয়েছেন বলে দাবি করা হয়েছে৷
মঙ্গলবার থেকে প্রাক্তন বিধায়ক পরিমল সাহা হত্যাকান্ডের আত্মপক্ষ সমর্থনে সওয়াল শুরু হয়েছে৷ পক্ষে সওয়াল করেন কলকাতা থেকে আসা বিশিষ্ট আইনজীবী মিলন মুখার্জি৷ তিনি সওয়াল চলাকালে বলেন, পরিমল সাহা সিপিএমের হাতে খুন হননি৷ এটি কংগ্রেসের অর্ন্তদ্বন্দ্বের ফলে৷ অর্ন্তদ্বন্দ্বের ফলেই বিধায়ক পরিমল সাহা খুন হয়েছিলেন৷ ১৯৮৩ সালে সমীররঞ্জন বর্মণ বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন৷ এর স্বপক্ষে আদালতে প্রমাণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷
আত্মপক্ষ সমর্থনে সওয়াল করতে গিয়ে তিনি বলেন পরিমল সাহার ভাই মতিলাল সাহার সাক্ষ্যবাক্য গ্রহণযোগ্য নয়৷ উনি দীর্ঘ সাক্ষ্যবাক্যে যা বলেছেন তার সঙ্গে আদালতের নথির যথেষ্ট ফারাক রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *