BRAKING NEWS

পথ দূর্ঘটনায় প্রাণ গলে স্বামীর আশঙ্কাজনক অন্তঃসত্বা স্ত্রী

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ সৌদি আরবে যাওয়ার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে আগরতলা জয়পুর শ্বশুর সেলিম মিয়ার কাছ থেকে বিদায় নেওয়া জন্য রাস্তার মধ্যে দুই বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু এবং ৭ মাসের গর্ভবতী স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ পরবর্তী সময়ে এলাকায় জনগন ঘাতক বাইক সহ চালককে আটক করতে পারলেও অপর দুইজন পালিয়ে যায় এবং যুবকের দেহ হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়৷ পরবর্তী সময়ে আমতলী থানাপুলিশের হাসপাতালে থেকে পালিয়ে যায় ঘাতক বাইকের চালক৷ ঘটনা রবিবার বিকাল ৮ টা নাগাদ আমতলী থানাধীন ঈশানচন্দ্রনগর এলাকায়৷ এই দিকে আমতলী থানার পুলিশ এস ডি পি ও এবং কমলাসাগর ফাঁড়ি থানার পুলিশের সাহায্য নিয়ে ঘাতক বাইক চালকের বাড়িতে তল্লাসী চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷ জানা যায় কমলাসাগরের মতিনগরের কাসেম মিঞার ছোট ছেলে, ৮ মাস পূর্বে ভালবাসার ছলে আগরতলা জয়পুর এলাকার সেলিম মিঞার কন্যা আকলিয়া খাতুনকে বিয়ে করে৷ পরবর্তী সময়ে সংসার তাদের ভালোই ভাবে চলে৷ কিন্তু অভাব অনটনের দরুন দুই পরিবারের সাহায্য নিয়ে কাসেম মিঞার ছোট ছেলে আলা উদ্দীন মিঞা (২৫) সৌদি আরবে  যাওয়ার পরিকল্পনা নেয়৷ যথারীতি তার টিকিটও করে নেয়৷ অল্প কয়েকদিনের মধ্যেই বিদেশে চলে যাওয়ার কথা রয়েছে৷ এমনকি কমলাসাগরের মতিনগর এলাকার সকলের কাছথেকে বিদায়ও নিয়ে নেয়৷ শেষ বিদায় নেওয়ার কথাছিল তার শ্বশুর বাড়িতে এবং সোমবার সকালবেলা তার ৭ মাসের অন্তস্বত্ব্যা স্ত্রীকে আই জি এম হাসপাতালে ডাক্তার দেখার কথাও ছিল৷ এই আশায় রবিবার বিকাল নাগাদ মতিনগরের বাড়ি থেকে তার স্ত্রী আকলিয়া খাতুনকে নিয়ে ফুলতলী হয়ে বাকাপথে ঈশাচন্দ্রনগর দিয়ে সীমান্ত রাস্তা হয়ে আগরতলা জয়পুর যাওয়ার জন্য বাড়ি থেকে টিআর০১আর-৯০৪০ নম্বরের বাইকে রওনা দেয়৷

 

আগরতলায় পথ দূর্ঘটনায় গুরুতর জখম দুইজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার উদীয়মান সংঘ সংলগ্ণ ফরেস্ট গেইটের কাছে সুকটি ও রিক্সার মধ্যে সংঘর্ষে এক ছাত্রী সহ দুজন আহত হয়েছে৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
উদীয়মান সংঘ সংলগ্ণ ফরেস্ট গেইটের কাছে গতকাল রাতে সাড়ে দশটা নাগাদ একটি সুকটি একটি রিক্সাকে পেছন দিক থেকে এসে ধাক্কা দেয়৷ তাতে রিক্সা চালক ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়৷ এদিকে সুকটির পেছনে বসেছিল সুকটি চালকের মেয়ে৷ সুকটি থেকে ছিটকে পড়ে সুকলপড়ুয়া ছাত্রীটিও গুরুতরভাবে আহতহয়৷ আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ আহত রিক্সা চালকের নাম জানা যায়নি৷ সুকটি চালকের নাম প্রদীপ সাহা৷ ঘটনার খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রিক্সা চালক ও সুকটি চালক উভয়ই মদমত্ত অবস্থায় ছিল বলে জানা গেছে৷ দুর্ঘটনার পর সুকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে চলে যায়৷ নিজের মেয়ে দুর্ঘটনাগ্রস্ত হলেও সে সম্পর্কে তার কোন চৈতন্য ছিল না বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *