BRAKING NEWS

দূর্জয়নগর হত্যাকান্ড, আত্মঘাতী টিএসআর জওয়ানের তদারকিতে ক্যাম্প কর্তৃপক্ষের ঘাটতি ছিল ঃ মুখ্যমন্ত্রী

CM TLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ দূর্জয়নগরে রোমহর্ষক হত্যাকান্ডের জন্য দায়ী আত্মঘাতী টিএসআর জওয়ান ক্যাম্প থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তাদের কাজের তদারকিতে থাকা উর্দ্ধতন কর্তৃপক্ষের গাফিলতির কারণে৷ মঙ্গলবার বিধানসভায় বিরোধী বেঞ্চের তরফে শূন্যকালে দূর্জয়নগর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এর বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আত্মঘাতী টিএসআর জওয়ানের সাথে নিহত কিশোরীর সম্পর্ক ছিল৷ তবে, ঐ জওয়ান মৃণাল দাস বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে৷ এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তাদের সম্পর্কে ফাঁটল ধরে৷ মতবিরোধের জেরেই এই হত্যাকান্ড এবং আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান৷ পাশাপাশি বলেন, নিহত কিশোরীর নাম তনুশ্রী কর্মকার, বাবা দুলাল কর্মকার৷ তার বাড়ি শান্তিরবাজার ডক্টর পাড়ায়৷ আত্মঘাতী টিএসআর জওয়ান সাব্রুমের বাসিন্দা৷ মুখ্যমন্ত্রী জানান, সোমবার রাত পৌণে দশটা নাগাদ খাকি উর্দি পরেই ব্যাগে করে ইনসাস রাইফেল নিয়ে দূর্জয়নগরে তনুশ্রীর বাড়িতে যায় এবং বাড়ির মালিককে গেইট খুলতে বলেন৷ যেহেতু ঐ টিএসআর জওয়ানের আগেও এই বাড়িতে যাতায়াত ছিল সেই কারণে বাড়ির মালিক গেইট খুলে দেন৷ এরপরই গুলির আওয়াজ শুনতে পেয়ে বাড়ির মালিক পুলিশে খবর দেন৷ বাড়ির মালিক জানিয়েছেন, তনুশ্রী ও টিএসআর জওয়ানের মধ্যে বচসা শুনতে পেয়েছেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রী জানান, এয়ারপোর্ট থানায় ভারতীয় দন্ডবিধির ১৪/৩০২ ধারায় এবং অস্ত্র আইন ২৭ ধারায় একটি মামলা রুজু হয়েছে৷
মুখ্যমন্ত্রীর এই তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন প্রশ্ণ তুলে বলেন, ক্যাম্প থেকে কাউকে না জানিয়ে কোন জওয়ান কিভাবে আগ্ণেয়াস্ত্র নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে৷ যদি সময়মতো ক্যাম্পের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি রাজ্যের সমস্ত থানায় জানাতেন তাহলে এই ঘটনাটি এড়ানো সম্ভব হত৷ মুখ্যমন্ত্রী এই বক্তব্যের প্রতি সহমত পোষণ করে জানান, আত্মঘাতী টিএসআর জওয়ান ইচাছড়ায় নবম ব্যাটেলিয়ানের সদর কার্য্যালয়ে কর্মরত ছিলেন৷ তিনি ব্যাগের ভিতর আগ্ণেয়াস্ত্র নিয়ে সেখান থেকে বাইকে করে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেন বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে৷ তবে, টিএসআর জওয়ানদের তদারকির দায়িত্বে যারা ছিলেন তারা অবহেলা করেছেন বলে মেনে নেন মুখ্যমন্ত্রী৷ তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *