BRAKING NEWS

রাজ্যপালের সফরের চবিবশ ঘন্টার মধ্যেই বন্ধ জাতীয় সড়ক

NH 44নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ মার্চ৷৷ রাজ্যপালের সফরের চবিবশ ঘন্টা কাটতে না কাটতেই বৃষ্টিতে বন্ধ জাতীয় সড়ক৷ রাজ্যজুড়ে ডিজেল সংকট কালো বাজারি তুঙ্গে৷ রবিরার রাজ্যপাল তখাগত রায় জাতীয় সড়কের ভগ্ণদশা পরিদর্শন করেন৷ আর রাজ্যপালের সফরের চবিবশ ঘন্টা  পেরনোর আগেই বৃষ্টিতে বনধ হয় সড়ক৷ সোমবার ভোর থেকে বেলা দুই ঘটিকা পর্যন্ত সড়ক বন্ধ ছিল৷ ভোরবেলার বৃষ্টিতে  মন্দপথ বিপজ্জনক হয়ে ওঠে৷ এক পসলা  বৃষ্টিতে যদি সড়ক বন্ধ হয়ে যায় তাহলে মুশলধারে বৃষ্টি  পরলে কি হবে তা বলাবাহুল৷ জাতীয় সড়কের আসাম চুড়াইবাড়ি  থেকে লোহারপোয়া পর্যন্ত রাস্তায় যুদ্ধকালীন  তৎপরতায় কাজ চললেও হাতাই থেকে মাসিয়াপুঞ্জী পর্যন্ত  তিন কিলোমিটার রাস্তা বিপদজনক৷ জাতীয় সড়কের এই এলাকার এখনো পুরোদমে কাজ শুরু হয়নি৷ যেভাবে মাটি ভরাট হচ্ছে বৃষ্টি হলে গাড়ি ফেঁসে যাওয়ার কথা যদি বরুণ দেবতা  কৃপা করেন এক দেড় মাস বৃষ্টি পাত না হয় তাহলে  এবিসিআই কোম্পানি মোটামুটি কাজ গুছিয়ে আনতে পারবে বলে ধারণা৷ অন্যদিকে রাজ্যে চরম পেট্রোল ডিজেলের সংকট চলছে৷ পাম্পগুলিতে তেল নেই৷ তার কি কারণ বলা যাচ্ছে না৷  ধর্মনগরের দুটি ডিপোতে পর্যাপ্ত পরিমাণে তেল মজুত থাকা সত্ত্বে এই সংকট কেন প্রশ্ণ উঠছে৷ পেট্রোল ডিজেলের সংকট থাকায় কালো বাজারিরা ঝাঁকিয়ে বসেছে৷ প্রশাসন নীরব তার মাঝে মুনাফা লুটছে কালো বাজারিরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *