BRAKING NEWS

ভয়াবহ আগুন মুম্বইয়ে, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট স্থানীয়দের

fire phtoমুম্বই, ২১ মার্চ (হি.স.): মুম্বইয়ের দেওনার আবর্জনা ক্ষেত্রে ভয়াবহ আগুন| শনিবার সন্ধ্যায় সেখানে আগুন লাগে| কিন্তু মাঝে ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও নেভানো যায়নি আগুন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা| উল্লেখ্য, মাস দুয়েক আগেও একই জায়গায় ভয়াবহ আগুন লাগে|
দমকল ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় সেখানে আগুন লাগে| দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| এদিকে, বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছে স্থানীয় বাসিন্দাদের| গত দু’দিন ধরে ওই অঞ্চলের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে|
গত শনিবার সন্ধ্যায় আগুন লেগেছিল মুম্বই শহরতলির একটি ভাগাড়ে| কিন্তু, দমকলের ১০টি ইঞ্জিনও সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি| পরে ঘটনাস্থলে যায় আরও দু’টি ইঞ্জিন| আশপাশের ২-৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে| সমস্ত এলাকা বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়| বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *