BRAKING NEWS

আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প, কম্পনের তীব্রতা ৬.২

ওয়াশিংটন, ১৯ মার্চ (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২| মার্কিন জিওলজিকাল সার্ভে সূত্রের খবর, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়| ভূমিকম্পের উত্সস্থল আলস্কার আটকা শহরের থেকে ৪৫ মাইল দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| উল্লেখ্য, আলাস্কার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত অ্যালিউটিয়ান আর্ক অবস্থিত আটকার নীচে প্যাসিফিক টেকটনিক প্লেট এবং নর্থ আমেরিকান টেকটনিক প্লেট মিশেছে| ফলে এই এলাকাটি যথেষ্ট ভূমিকম্পপ্রবণ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *