BRAKING NEWS

আরজিএম হাসপাতালের অব্যবস্থায় ক্ষুব্ধ প্রধান সচিব

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷  রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু শুক্রবার ঊনকোটি জেলার রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শনকালে নরক জঞ্জাল প্রত্যক্ষ করে রীতিমত উষ্মা প্রকাশ করেছেন৷ অবিলম্বে হাসপাতালে স্বচছতা ফিরিয়ে আনতে তিনি নির্দেশ দিয়েছেন৷
স্বাস্থ্য দপ্তরের ঊনকোটি জেলার রিভিউ মিটিং শুক্রবার কৈলাসহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়৷  মিটিং-এ উপস্থিত স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এম নাগার্জুন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জে কে দেববর্মা, জেলার সিএমও দিলীপ কুমার কর্মকার সহ আরো অন্যান্য আধিকারিকরা৷ মিটিং শেষে কৈলাসহরের আর জিএম হাসপাতাল পরিদর্শনে অসেন৷ পরিদর্শনের সময় হাসপাতলের নোংরা পরিবেশ দেখে উষ্মা প্রকাশ করেন৷ হাসপাতালে আয়ুষের পরিষেবা দেখে সুশান্ত সিনহাকে জিজ্ঞাসা করা হলে কোন সঠিক উত্তর দিতে পারেনি৷ পরিদর্শন শেষে হাসপাতালের এসডিএমও ডাঃ আমিনুল ইসলামের রুমে হাসপাতালের ডাক্তার  সহ কর্মীদের নিয়ে বৈঠক করেন৷ বৈঠকে হাসপাতালের পরিষ্কারের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের স্থায়ী পদে কর্মরত ওয়ার্ড মাস্টার গোপাল দেবনাথকে কড়া কথাবার্তা বলেন৷ গোপাল দেবনাথকে নিয়ে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ রয়েছে৷ যেদিন থেকে গোপালবাবু চাকুরি করছেন আজ অব্দি উনি কৈলাসহর আরজিএম হাসপাতালে রয়েছেন৷ গোপালবাবু কর্মচারী সমন্বয়ের বড় কর্তা৷ যার ফলে হাসপাতালে ডাক্তার  থেকে নীচু তলার কর্মী পর্যন্ত কেউ কিছু করতে হলে গোপালবাবুর আদেশ ছাড়া কিছু হয় না৷ হাসপাতাল পরিষ্কারের জন্য টেন্ডার দিয়ে আমবাসার একটি দায়িত্ব পেয়েছিল গোপালবাবুর ইন্ধনে৷ যার ফলে পরিষ্কার করার এই গ্রুপটি মাসে মাসে মোটা অর্থ গোপালবাবুকে উপটৌকন হিসাবে দিচ্ছেন৷ এছাড়া আরজিএম হাসপাতাল মহকুমা হাসপাতাল হয়েছে প্রায় সাড়ে তিন বছর ধরে৷ আজ অব্দি  হাসপাতালের এস্টাবলিশ মেন্ট সেকশনই হয়নি৷ পরিদর্শন শেষে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন স্থানীয় কর্তাদের জন্যই হাসপাতাল নোংরা থাকে৷ তবে উনি আশাবাদী কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে৷ আর এস্টাবলিশমেন্ট সেকশন বলতেই উনি বলেন যে এটা আমাদের দপ্তরের ব্যাপার বলে এড়িয়ে গেলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *