BRAKING NEWS

সোনার বিসুকট সহ আটক দু’জনকে জামিনে মুক্তি

gold biscuitনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের মেলারমাঠ কালীবাড়ি সংলগ্ণ এলাকা থেকে সোনার বিসুকট সহ দুই যুবককে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা আটক করেছেন৷ তারা হল মোহনপুরের তারাপুর এলাকার বাসিন্দা তন্ময় সাহা(২৩), এবং পশ্চিম থানাধীন রাজনগর এলাকার অলেখ হুসেন(৫২)৷ তন্ময় সাহা এমবিবি কলেজের ছাত্র৷ জানা গেছে, তাদের কাছ থেকে ১০টি সোনার বিসুকট উদ্ধার করা হয়েছে৷ সোনার বিসুকটের বাজারমূল্য ৩৩ লক্ষ টাকা৷ গতকাল শেষ রাতে তাদের দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ আজ তাদেরকে আদালতে সোপার্দ করা হয়৷ আদালত থেকে শর্ত সাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করা হয়৷ সোনার বিসুকটগুলো বাংলাদেশ থেকে এসেছে বলে জানা গেছে৷ আগরতলার জুয়েলারী ব্যবসায়ীদের কাছেই এসব সোনার বিসুকট পৌছে দেওয়ার কথা ছিল৷ কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তাদের নামধাম প্রকাশ করেনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ৷ এর পেছনে বড় ধরনের রহস্য আত্মগোপন করে রয়েছে তারও ইঙ্গিত মিলেছে৷ সোনার বিসুকটের সংখ্যা আরো বেশি ছিল বলে খবর৷ জানা গেছে, এমবিবি কলেজের ছাত্র মোহনপুরের তারাপুরের বাসিন্দা তন্ময় সাহা এর আগেও এই পাচারচক্রে জড়িত ছিল৷ প্রতিটি সোনার বিসুকট বাবদ সে ৩০০ টাকা করে পেত৷ খুব গরীব পরিবারের ছেলে তন্ময় সাহা৷ অথচ তার কাছে মোটর বাইকও রয়েছে৷ এসব কাজের ব্যবহারের জন্যই তার বাইক রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত পথে প্রতিনিয়ত কর ফাঁকি দিয়ে বেআইনীভাবে সোনা রাজ্যে ঢুকছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *