BRAKING NEWS

সর্প দংশনে অসুস্থ দুই শিশু জিরানীয়ায়

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ সাপের কামড়ে আহত ২ শিশুকে নিয়ে জি বি হাসপাতালে চিকিৎসার জন্য এসে ভোগান্তির শিকার তাদের অভিভাবকরা৷ জি বি’র চিকিৎসা পরিষেবায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন৷
জানা গেছে, রেস্মিতা দাস ও সায়ন দাস মামাতো পিসতুতো দুই ভাইবোন৷ তাদের বয়স যথাক্রমে আড়াই ও সাত বছর৷ লাড্ডু চৌমুহনীর বাসিন্দা সায়ন গিয়েছিল তার জিরানীয়াস্থিত সুভাষনগরের মামার বাড়ি৷ সেখানেই সেস্মিতা ও সায়নকে সাপে কামড়ায়৷ সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার জন্য প্রথমে জিরানীয়া হাসপাতাল ও পরে রানীরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুই জায়গাতেই সাপের কামড়ের ভেক্সিন না থাকায় তাদের নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল জি বিতে৷ কিন্তু জি বি হাসপাতালে এসে দুই শিশুর অভিভাবকদের ভোগান্তির শিকার হতে হয়৷ অভিভাবকদের মতে, জি বিতে তাদের সন্তানদের নিয়ে আসা হলে প্রথমে কোন চিকিৎসকই গুরুত্ব দেখেনি৷ দীর্ঘ সময় আহত শিশু দুটিকে মেঝেতে শুইয়ে রাখা হয়৷ সাপের কামড়ে আক্রান্ত হওয়া সত্বেও দেওয়া হয়নি কোন ভেক্সিন৷ এমনকি কোন ওষুধপত্রও দেওয়া হয়নি বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *