BRAKING NEWS

লাড্ডু চৌমুহনীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরাতে হস্তক্ষেপ করল মহকুমা প্রশাসন

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৩ মার্চ৷৷ লাড্ডু চৌমুহনীর নয়নীয়মুড়ার ময়ুর সামাজিক সংস্থার জায়গাটি রাজ্য সরকারের না ওয়াক্ছ বোর্ডের সম্পত্তি তা নিরসনে রবিবার বৈঠকে বসল স্থানীয় জনগন৷ উভয় অংশের এলাকাবাসীর মধ্যে সদভাবনা ও সৌভাতৃত্ববোধ বজায় রাখার বিষয়টিও এই বৈঠকে আলোচনা উঠে এসেছে৷ চন্দ্রপুরের লাড্ডু চৌমুহনীর নয়নীয়ামুড়া এলাকার ময়ুর সামাজিক সংস্থার সংলগ্ণ জায়গায় নিয়ে গত দুবছর যাবৎ জোড় বিতর্ক চলছে৷ জানা গেছে গত ৬০/৬৫ বছর যাবৎ ময়ুর সামাজিক সংস্থার উদ্যোগে এই স্থানে দুর্গাপূজা ও কালী পূজো হয়ে আসছে৷ হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের স্থানীয়রাই এই পূজো করেন৷ আবার কখনো হিন্দু সম্প্রদায়ের মধ্যথেকে সংস্থার কার্য্যকরী কমিটি গঠন করে আসছেন৷ স্থানীয়রাই ঐক্যবদ্ধ ভাবে সশ্লিষ্ট স্থানে শিব ও কালী মন্দির স্থাপন করেছেন৷ এনিয়ে কোন এলাকার উভয় অংশের জনধারনের মধ্যেই কোন মতপার্থক্য ছিলনা৷ কিন্তু ২০১৪ সাল থেকে সংশ্লিষ্ট জায়গাটি ওয়াক বোর্ডের সম্পত্তি বলে দাবী করা হচ্ছে৷ এনিয়ে ওয়াক বোর্ডে একটি অভিযোগও জমা পরেছে এবং যার ভিত্তিতে সদর মহকুমা প্রশাসন বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে৷ এখন দেখার এই সমস্যা সমাধানে কতদূর জল গড়ায়৷  প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে ওয়াকফ সম্পত্তি জবর দখল করা হচ্ছে বলে নানা সময়ে অভিযোগ উঠেছে৷ যদিও প্রশাসনের তরফ থেকে এই অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ এখনও কিছু অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *