BRAKING NEWS

বাবার পরকীয়া প্রেমে আপত্তি ছেলের, মারপিটে দু’জনই আশঙ্কাজনক

attackনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ মার্চ৷৷ পারিবারিক কলহকে কেন্দ্র করে রক্তাক্ত একই পরিবারের দুই জন৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের জিবি হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক অর্পিতা দেবনাথ৷ বর্তমানে তাদের চিকিৎসা চলছে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া এলাকায়৷ ঘটনায় জানা যায় বাবার দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করেই রক্তাক্ত এই পরিবারের বাবা ও ছেলে৷ আঠারমুড়া এডিসি ভিলেজের বুধিরামগ্রামের রতনমনি দেববর্মা বয়স প্রায় ষাট বছর৷ তিনি গত প্রায় চার বছর আগে উনার দুই ছেলে উনার স্ত্রীকে ছেড়ে দেয় পারিবারিক কলহের জেরে৷ মা সহ দুই ছেলে উত্তর গকুলনগর এডিসি ভিলেজের গুচ্ছ গ্রাম রঙ্গিটিলায় বসবাস করতে থাকে চার বছর ধরে৷ এরই মধ্যে ছেলে রমেশ দেববর্মার কাছে খবর আসে তার বাবার আরেক জন মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরেছে৷ উনি নাকি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিতে শুরু করে ঐ মহিলাকে৷ আজ সকালে এনিয়ে বাবার বাড়ি বুধিরাম পাড়ায় বাবা ও ছেলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে বাবা ছেলেকে দা গিয়ে কোপ বসায় ছেলে বাবাকে ইট দিয়ে মাথায় আঘাত করে৷ আজ সকাল আনুমানিক ৯টা নাগাদ খবর আসে মুঙ্গিয়াকামী থানায়, খবর পেয়ে ছুটে যায় থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ঐ এলাকা থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷
অপরদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অর্পিতা নাথ জানান বাবা ও ছেলের মধ্যে মারামারির ফলে দুজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ তাই তাদের জরুরী চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়৷ অপরদিকে আরো জানা যায় বাবার এই অপকর্মকে বাধা দিতে গিয়ে হয়তো বা ছেলে রমেশ দেববর্মা এবার মাধ্যমিকের বাকি পরীক্ষাতে বসতে পারবে না৷ কারণ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে তাদের আজ সকালেই জিবিতে রেফার করা হয়৷ সেখানই চলছে বাবা ও ছেলের চিকিৎসা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *